এক্সক্লুসিভ ডেস্ক : চীনের এক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক টাকা দিয়ে দেয়াল গেঁথে তার ভেতর বসবাস করেছিলেন। ওই ব্যক্তির এজাতীয় বন্দিত্বের কারণ তার প্রতিষ্ঠানের কর্মচারী ও কৃষকদের হাত থেকে নিরাপদ থাকা। সম্প্রতি মিরর অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, প্রপার্টি ডেভেলপার চেঙ সিয়াও (৪৫) নতুন বিজেনস পার্ক তৈরি করার প্রতিশ্রুতি দিয়ে স্থানীয় কৃষকদের কাছ থেকে জমি নিয়েছিলেন। চেঙ এর কোম্পানি দেউলিয়া হয়ে গেছে এমন গুজব ছড়িয়ে পড়ায় কৃষক ও কোম্পানির স্টাফদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
এক পর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে চেঙ এর কাছে যান। কিন্তু চেঙের কাছে এসে বিক্ষুব্ধদের তো চোখ ছানাবড়া। একটি বিশাল টাকার দেয়ালের ভিতরে দাঁড়িয়ে আছেন তিনি। সেখানে কোনো নিরাপত্তা প্রহরী ছিল না।
সেখানে দাঁড়িয়েই চেঙ তার কর্মচারী ও কৃষকদের টাকা পরিশোধ করেন। তবে তিনি শুধু ঋণের টাকাই দেননি পাশাপাশি বোনাসও দিয়েছেন।
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/