শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬, ০৩:১৩:২৪

২৫১ টাকার মোবাইল কোম্পানি ‘ফ্রড’?

২৫১ টাকার মোবাইল কোম্পানি ‘ফ্রড’?

এক্সক্লুসিভ ডেস্ক : সম্প্রতি ভারতজুড়ে বেশ আলোড়ন তুলেছে ২৫১ টাকায় ‘ফ্রিডম ২৫১’ নামের স্মার্টফোন। তবে এ কোম্পানিটির বিরুদ্ধে এবার উঠেছে নতুন অভিযোগ। বলা হচ্ছে কোম্পানিটি নাকি পুরোটাই ফ্রড!

এই মোবাইল কোম্পানি ‘রিংগিং বেল্‌সে’র বিরুদ্ধে নতুন করে অভিযোগ এনেছে কোম্পানির কল সেন্টার পরিষেবা প্রদানকারী কোম্পানি ‘সাইফিউচার’। কোম্পানির সিইও অনুজ বৈরাঠি-র বক্তব্য, চুক্তি অনুযায়ী পরিষেবা নেওয়ার পরেও পেমেন্ট দিতে অস্বীকার করেছে রিংগিং বেল্‌স।

অনুজের বক্তব্য, প্রথমে থেকেই ‘রিংগিং বেল্‌স’-কে তারা ভাল চোখে দেখেননি। প্রজেক্ট হাতে নেবেন কি না, সেই নিয়ে ধন্দে ছিলেন। কিন্ত তার পরে ফ্রিডম ২৫১ লঞ্চে বহু প্রথম সারির রাজনৈতিক নেতার উপস্থিতি দেখেই খানিকটা আশ্বস্ত হয়েই প্রজেক্টটি নিয়েছিল সাইফিউচার।

প্রথম এক সপ্তাহে ‘ফ্রিডম ২৫১’ সংক্রান্ত লক্ষ লক্ষ কল সামলেছে এই কল সেন্টার। পরিষেবা নিয়ে যথেষ্ট সন্তুষ্ট ছিল ‘রিংগিং বেল্‌স’ বলে দাবি সাইফিউচারের। কিন্তু তার পরে পেমেন্টের কথা তুলতেই হঠাৎ করেই ‘রিংগিং বেল্‌স’ বলতে শুরু করে যে তারা কোনও রকম পরিষেবাই ঠিকঠাক পায়নি এবং চুক্তি নাকচ করা হয়, এমনটাই বলা হচ্ছে সাইফিউচারের তরফ থেকে।

যদিও ‘রিংগিং বেল্‌স’ এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। তাদের বক্তব্য, যে পরিমাণ কল ট্রাফিক এসেছিল, সেই পরিমাণ ট্রাফিক সামলানোর মতো পরিকাঠামো ছিল না সাইফিউচারের। তাই চুক্তি নাকচ করা হয়েছে এবং ‘রিংগিং বেল্‌সে’র বিরুদ্ধ আনা ওই কোম্পানির সব অভিযোগই মিথ্যে।
২৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে