শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:৩০:৩০

লিপ ইয়ার সম্পর্কে কিছু অজানা তথ্য

লিপ ইয়ার সম্পর্কে কিছু অজানা তথ্য

এক্সক্লুসিভ ডেস্ক : এ বছর অর্থাত্‍ ২০১৬ টা লিপ ইয়ার। তার মানে হল, এই বছরে ফেব্রুয়ারি মাসটা হবে ২৯ দিনের। এমনিতে ফেব্রুয়ারি মাস হয়ে থাকে ২৮ দিনে। কিন্তু প্রতি চার বছর অন্তর এ মাটির একটা দিন বেড়ে যায়। অর্থাত্‍ ২৮ দিনের ক্ষেত্রে ২৯ দিন হয়ে থাকে। এ মাসে তাই ছোট্ট ফেব্রুয়ারি একটু বড়। তেব এই লিপ ইয়ার নামটি কেন দেয়া হয়েছে এবং কে দিয়েছে এই বিষয় সম্পর্কে কি কিছু জানা রয়েছে? জানা না থাকলেও কোনো সমস্যা নেই। তাহলে জেনেনিন লিপ ইয়ার সম্পর্কে এমন কয়েকটি তথ্য, যেগুলো আপনি হয়তো জানেন না।

১) লিপ ইয়ার নামটি দিয়েছিলেন পোপ গ্রেগরি ত্রয়োদশ।

২) লিপ ইয়ারে এখনো ইউরোপে বেশিরভাগ দেশের মেয়েরা তাদের পছন্দের পুরুষকে প্রেমের প্রস্তাব দিয়ে থাকেন।

৩) ডেনমার্কে কোনো মেয়ে যদি কোনো ছেলেকে লিপ ইয়ারে প্রেমের প্রস্তাব দেয়, আর সেই ছেলেটি সেই প্রস্তাবে সাড়া না দেয়, তাহলে মেয়েটিকে এই জন্য এক ডজন দস্তানা (হাতমোজা) দিতে হয়!

৪) একটা সময় গ্রিসে লিপ ইয়ারে বিয়ের চল ছিল না। তারা মানতেন এই দিনে বিয়ে করলে, দম্পতির জীবনে অনেক খারাপ দিন অতিবাহিত করতে হবে।

৫) রাশিয়ায় এমনটাই বিশ্বাস যে, লিপ ইয়ারের দিন গোটা বিশ্বেই বিপর্যয়ের সম্ভাবনা থাকে। মানুষের মৃত্যুও বেশি হয় এই দিনে।

৬) জ্যোতিষবিদরা বিশ্বাস করেন লিপ ইয়ারে যারা জন্মায়, তারা প্রচণ্ড প্রতিভাবান হয়।-জিনিউজ
২৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে