শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:২৮:২২

ফেসবুকের নতুন আইকন যে ভাবে ব্যবহার করবেন

ফেসবুকের নতুন আইকন যে ভাবে ব্যবহার করবেন

এক্সক্লুসিভ ডেস্ক : ফেসবুকে আপনার বন্ধুর কোনো স্ট্যাটাস কিংবা ফটোতে প্রতিক্রিয়া জানাতে চাইছেন। কিন্তু লাইক দেয়া অথবা কোনো কিছু লেখা ছাড়া অন্য আর কোনো উপায় নেই। আর তাই ফেসবুক কর্তৃপক্ষ আপনার প্রতিক্রিয়া জানানোর লাইক বাটনের পাশা পাশি আরো কিছু বাটন নিয়ে এসেছে। বাটনগুলো হলো ভালোবাসা, হাসি, সুখ, আশ্চর্য এবং মন খারাপ বর্তমানে এসব আইকন যুক্ত করেছে ফেসবুক। লাইক বাটনের পাশাপাশি ফেসবুক পোস্টে এই ছয়টি আবেগের প্রতিক্রিয়া জানানো যাবে।

অবশ্য গত বছরের অক্টোবর মাসেই মানুষের আবেগ প্রকাশের জন্য এই সাতটি প্রতিক্রিয়া জানানোর বাটন পরীক্ষামূলকভাবেই চালু করেছিল ফেসবুক কতৃপক্ষ। একটি বাটন বাদ দিয়ে ২৪ ফেব্রুয়ারি ‘রিঅ্যাকশনস’ নামের প্রতিক্রিয়া জানানোর ফিচার বিশ্বব্যাপী চালু করেছে তারা। সেই বাটন গুলো ছিল, ভালোবাসা, হাসি, সুখ, আশ্চর্য, মন খারাপ এবং রাগান্বিত আইকন। সেখান থেকে একটি বাটন বাদ দিয়ে বর্তমানে মোট ছয়টি বাটন লাইক বাটনের সাথে যুক্ত করে দেয়া হয়েছে।

যেভাবে ব্যবহার করাযাবে সেই আইকনগুলো : আইওএস, অ্যান্ড্রয়েড ও ডেস্কটপ ব্যবহারকারীরা এ বাটন ব্যবহারের সুযোগ পাবেন। তবে যারা বর্তমানে এসব আইকন ব্যবহার করতে পারছেন না, মন খারাপ করার কিছুই নেই। শিগগিরই আপনাদের জন্যও ফেসবুক প্রোফাইলে এ সুবিধা যুক্ত করে দেবে ফেসবুক।

জানা যায়, এই বাটনগুলো চালু করার সাথে সাথেই সবার কাছে পৌছানোর কথা ছিল কিন্তু ব্যক্তিগত কিছু সমস্যার কারণে সবার কাছে এক সাথে পৌছানো সম্ভব হচ্ছেনা। তবে খুব বেশি দিন অপেক্ষা করতে হবেনা আশা করা যাচ্ছে অনেক তাড়াতাড়ি সবাইকে এই সেবার আওতায় নিয়ে আসবে ফেসবুক কতৃপক্ষ। আরো জানা যায়, কোনো প্রতিক্রিয়া জানানোর পর তা ফিরিয়ে নিয়ে নতুন প্রতিক্রিয়াও জানানো যাবে।

সেই আইকনগুলো ব্যবহার করতে চাইলে ফেসবুকে প্রতিক্রিয়া জানাতে পোস্টের নিচে থাকা লাইক বাটনটিতে মাউছ রাখতে হবে। একটি পপআপ ড্রয়ারে ছয়টি ‘ইমোজি’ আসবে। যেকোনো একটি চেপে সে প্রতিক্রিয়াটি পোস্ট করা যাবে। ডেস্কটপের ক্ষেত্রে লাইকের ওপর মাউস নাড়ালে পপআপটি চলে আসবে।
২৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে