মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ১১:১৩:৩৭

পকেটমানি বাড়ানোর ছক্কা!

পকেটমানি বাড়ানোর ছক্কা!

এক্সক্লুসিভ ডেস্ক : কলেজজীবন মানেই নতুন শিক্ষাজীবনে পদার্পণ। যেনো বাঁধনছাড়া উচ্ছ্বাস৷একটু বেহিসেবি হলেই সর্বনাশ। মাসের শেষে হাতখরচে টান পড়লে তো আর কথাই নেই৷

বাড়ির সবার কথার জ্বালায় মনে হয় আর নয়, পরের
মাস থেকে একেবারে নিরামিষ জীবন৷ কিন্তু ভাবলেই তো আর হয় না৷পরের মাসের দিন দশেক যেতে না যেতে আবার একই রিপিটেশন৷ভাল্লাগে না৷

তার চেয়ে কয়েকটা সিম্পল ফান্ড আঁটলে মন্দ হয় না৷তবে এটা কিভাবে? এটা মানি সেভিংস৷যে বিষয়গুলো অনায়াসেই করা যায়- যদি থাকে ইচ্ছা।
 
১. পার্টি কমান : বন্ধুরা মিলে কোনো নামি রেস্তোরাঁয় কিংবা চাইনিজে ঢুকে ধুমধারাক্কা খরচ করা। অথচ মাসের শেষে পাড়ার পল্টুর দোকানের চা খেয়েই কাটাতে হবে৷সঙ্গে বাড়ির লোকের কথা৷ তার চেয়ে ভালো অত ঘন ঘন পার্টি না করে বিশেষ কোনো অনুষ্ঠানে পার্টি করুন বা রেস্তোরাঁতে যান৷
 

২. বাইরে কম খান : ক্লাসের ফাঁকে ফাঁকে গিয়ে রোলটা, চাউমিনটা বা ছুটির পর বিরিয়ানির দোকানে একবারটি না ঘুরলে যদি আপনার মন না ভরে তাহলে মুশকিল৷অযথা বাইরে খাওয়া বন্ধ করুন৷বাড়ি থেকে টিফিন নিন৷তিনদিন ক্যারি করলেন, দুদিন ক্যান্টিনে খেলেন৷ দু’সপ্তাহে একবার নিজেকে বাইরে ট্রিট দিলেন৷পকেটমানির খরচা আপসেই বেঁচে যাবে৷

৩. নো ক্রেডিট : ক্রেডিট কার্ড আর অনলাইন শপিংয়ের অভ্যাসটা ছাড়ুন৷মনে রাখবেন, ক্রেডিট কার্ডে কেনা মানে পাতি বাংলায় ধারে কেনা৷পরে শোধ করতে না পারলে বাড়ির লোকের মাথায় বাজ পড়বে৷আপনি তখন ভয়ে জুজু৷তার চেয়ে অফার এলেও ক্রেডিট কার্ড না রাখাই ভালো৷

৪. আগেই সরান : যখন পকেটমানি পাবেন তার থেকে কিছুটা সরিয়ে রাখুন৷কতটা সরাবেন তা নির্ভর করছে আপনার মাসিক খরচের ওপর৷তাই আগে থেকে যখন মাসের খরচার হিসাব করবেন তখনই পুরোটা ছকে নিন৷ এখান থেকে বন্ধুর জন্মদিন বা সারপ্রাইজ পার্টির এক-আধটা খরচাও যেন বাদ না যায়৷

৫. নিজে নিজে ভাবুন : আপনি পড়াশোনার পাশাপাশি হাতখরচা তোলার জন্য কোনো কাজ করতে পারেন৷ টিউশনি, ফ্রি ল্যান্সিং বা অনলাইন কোনো জব৷ছুটিছাটায় বেছে নিতে পারেন সামার জবও৷ কিছুটা নিজের হাতে টাকা আসলে সঞ্চয়ের ভাবনাটা সহজেই আপনার মনের মধ্যে চলে আসবে৷
 
৬. কিপটেমি নয় : টাকা বাঁচিয়ে চলা মানে কিপটেমি নয় বা নিজেকে কষ্ট দেয়াও নয়৷বরং একটু প্ল্যান করে চলে সারাটা মাস রিল্যাক্সড থাকাই এর মূল মন্ত্র৷তার গোপন চাবিকাঠিটি কিন্তু রয়েছে আপনারই হাতেই৷
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে