শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:২৮:২৯

রেল দুর্ঘটনা নিয়ন্ত্রণে বিস্ময়কর আবিষ্কার এক যুবকের

রেল দুর্ঘটনা নিয়ন্ত্রণে বিস্ময়কর আবিষ্কার এক যুবকের

এক্সক্লুসিভ ডেস্ক : রেল দূর্ঘটনা রোধে বিস্ময়কর এক আবিষ্কার করে পুরো ভারতে হৈ চৈ ফেলে দিয়েছেন সুরেশ গায়েন নামের এক যুবক। তার তৈরি ডিভাইস ব্যবহারের মাধ্যমে যে কোন ধরণের রেল দূর্ঘটনা রোধ করা সম্ভব বলে সে দাবী করেছন।

স্বেচ্ছায় রেল দূর্ঘটনা রোধে কাজ করতে আগ্রহী বলে রেলমন্ত্রীর কাছে প্রস্তাবাকারে চিঠি পাঠিয়েছে বর্ধমানের বড়শুলের মাধ্যমিক পাশ করা পরেশ গায়েন। ইতিমধ্যেই তিনি একটি অ্যান্টি-কলিসন ডিভাইস তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন। তিনি দাবি করেছেন, এই প্রযুক্তি ব্যবহার করলে রেললাইনে কোনও রকম বিস্ফোরক বা ফাটল থাকলেই আগাম চিহ্নিত করা যাবে।

পরেশ পেশায় একজন লেদ ব্যবসায়ী। মাধ্যমিকের বেশি পড়াশোনা করতে পারেননি তিনি। একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ইলেক্ট্রিক সংক্রান্ত কাজ শেখা শুরু করলেও অর্থাভাবে তাও শেষ করতে পারেননি।

জানা গেছে, ক্লাস সেভেনে পড়ার সময় থেকেই রেলের উপরে বিভিন্ন মডেল তৈরির নেশা ছিল তার। সেই জন্য অনেক পুরস্কারও পেয়েছেন। ১৯৮৩ সালে মাধ্যমিক পাশ করার পর রেল নিয়ে পরেশের আগ্রহ আরও বাড়ে। গাইসাল ট্রেন দুর্ঘটনা তার ভাবনাকে নাড়া দেয়। সেই সময়েই তিনি আবিষ্কার করেন অ্যান্টি-কলিসন ডিভাইস। এই পদ্ধতিতে একই লাইনে দু’টি ট্রেন মুখোমুখি হলে নিজে থেকেই দাঁড়িয়ে যাবে।

তার দাবি, দুর্ঘটনা এড়াতে ভারতীয় রেল বর্তমানে যে প্রযুক্তি ব্যবহার করছে তা অনেক ব্যয়বহুল। কিন্তু তার এই প্রযুক্তি ব্যবহার করলে সেই খরচ মাত্র পাঁচ লক্ষ টাকায় নামিয়ে আনা সম্ভব। ইতিমধ্যেই রেলমন্ত্রকে তার প্রস্তাব পাঠিয়েছেন পরেশ। কোন টাকা অথবা চাকরির বিনিময়ে নয়, দেশের মানুষের মঙ্গলের জন্য রেলমন্ত্রক তার এই প্রযুক্তি ব্যবহার করলেই খুশী হবেন পরেশ।
২৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে