এক্সক্লুসিভ ডেস্ক : আপনি একটা ছবি দেখেছেন বা তুলেছেন। ছবিটা খুব পছন্দের। কিন্তু তোলার সময় কারিগরি জটিলতায় আকৃতি হয়ে গেছে ছোট। আলো পাওয়া যায়নি বলে দৃশ্যপটও অস্পষ্ট। এখন উপায়? দুশ্চিন্তার কারণ নেই কোনো। ছবিটি পোস্ট করুন ফেসবুকে, যাবতীয় জটিলতার সমাধান করে দেবে ফেসবুকই!
রসিকতা নয়- সত্যিই এমন একটি অ্যাপ চালু করেছে ফেসবুক। এই অ্যাপসের মাধ্যমে ফেসবুকে পোস্ট করা ছবির খুঁত ঠিক হবে স্বয়ংক্রিয়ভাবে।
আপাতত কেবল আইফোন ব্যবহারকারীরা পাবেন এ অ্যাপের সেবা। শিগগিরই তা অ্যান্ড্রয়েডচালিত মোবাইল ফোনে ফেসবুক ব্যবহারকারীরাও এ সুবিধা পাবেন। তবে ডেস্কটপ কম্পিউটার ব্যবহারকারীরা বঞ্চিত হবেন এ সুবিধা থেকে।
ভার্জ অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, নতুন অ্যাপ পাওয়া যাবে ডিফল্ট হিসেবে। এই অ্যাপসের মাধ্যমে ফেসবুকে পোস্ট করা ছবির আকৃতি স্বয়ংক্রিয়ভাবে বড় হবে। পাশাপাশি বাড়বে ছবির উজ্জ্বলতা, করা যাবে আরো স্পষ্ট। অ্যাপসটি কার্যকর হবে কেবল ছোট আকৃতির ছবির ক্ষেত্রে।
ব্যবহাকারী নিজের প্রয়োজন অনুযায়ী এই সুবিধা নিতে বা বাদ দিতে পারবেন। -টাইমস অব ইন্ডিয়া
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে