মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ১১:১৭:২৮

রাজধানীতে গাছের ডালে অদ্ভুত মানুষের বাস

রাজধানীতে গাছের ডালে অদ্ভুত মানুষের বাস

এক্সক্লুসিভ ডেস্ক : রাজধানী ঢাকা ব্যস্ততম একটি নগর। সময়ের গতি এখানে দ্রুতগামী বাসের চাকার মতো। সময়ের ওই গতিতে ঘুরছে মানুষ। ঘুরছে জীবন-জীবিকার টানে। যান্ত্রিক এ নগরে মানুষ যার যার ক্ষমতা অনুযায়ী খুঁজে নিচ্ছে মাথা গোঁজার একটু ঠায়। তবে এ শহরে একজন আছেন সবার চেয়ে ব্যতিক্রম। তিনি বাস করেন গাছের ওপর।

কারওয়ান বাজারে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ ভবনের সামনে রাস্তার ফুটপাতে একটি গাছের ওপর সুন্দর বাসা তৈরি করে পাখির মতো বসবাস করছেন এক ব্যক্তি। রোববার বিজিএমইএ ভবনের সামনের রাস্তায় বিজিএমইএর কার্যক্রম থাকায় ফুটপাতের সব ধরনের দোকান উঠিয়ে দেয় কর্তৃপক্ষ।

কিন্তু ওই ব্যক্তির বাসাটি ঠিকই আছে। তিনি কারো কোনো সমস্যা করেন না। ফলে তাকেও কেউ বিরক্ত করে না। পলিথিন, বাঁশ, বিভিন্ন সংগঠনের ব্যানার এবং খড়কুটো দিয়ে অনেক সুন্দরভাবে তৈরি করেছেন এ বাসাটি। গাছের ডালপালা চারদিকে ছড়িয়ে থাকার কারণে খুব সহজেই তিনি তৈরি করতে পেরেছেন তার মাথা গোঁজার ঠায়।

এখানে বাস করতে তার কোনো অসুবিধা হয় না। স্থানীয় অনেকেই গণমাধ্যমকে জানিয়েছেন, বসবাসের জন্য তার বাসাটি বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। ওই ব্যক্তি একটি মই বেয়ে তার এ বাসায় ওঠানামা করেন। এ বাসার জন্য কাউকে কোনো ভাড়া দিতে হয় না। নেই মানুষের কোনো ঝামেলা। নির্জনে একা বাস করছেন তিনি।

খাবারের সময় হলে নিচে নেমে খেয়ে নেন। প্রয়োজন ছাড়া তিনি নিচে নামেন না। তার সঙ্গে কথা বলার জন্য অনেক ডাকাডাকি করার পরও তিনি সাড়া দেননি। অনেক অনুরোধ জানানোর পরও তিনি নিচে নামেননি। ফলে তার নাম জানা যায়নি।

সেখানকার লোকজন গণমাধ্যমকে জানিয়েছে, বছর খানেকের বেশি সময় ধরে গাছের ওপরেই থাকছেন। প্রয়োজনে নিচে নেমে আসেন। তবে কারো সঙ্গে কোনো কথা বলেন না।

কেউ কেউ বলছেন, তিনি মানসিকভাবে অসুস্থ। তিনি নিজেই এ বাসা তৈরি করেছেন বলে লোকজন জানিয়েছে।
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে