মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ০৯:৫৯:৫৬

ছিলেন ইলেকট্রিক মিস্ত্রি, এখন ৮ লাখ টাকা মাসে আয় এই কনটেন্ট ক্রিয়েটরের

ছিলেন ইলেকট্রিক মিস্ত্রি, এখন ৮ লাখ টাকা মাসে আয় এই কনটেন্ট ক্রিয়েটরের

এক্সক্লুসিভ ডেস্ক : ইলেক্ট্রিশিয়ান হিসেবে কর্মজীবনের শুরু। জীবিকার তাগিদে দেশে-বিদেশে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন, সবকিছু ছাপিয়ে এখন তিনি ফুলটাইম কনটেন্ট ক্রিয়েটর। রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কন্টেন্ট বানিয়ে ঘরে বসেই অনলাইনে আয় করছেন লক্ষাধিক টাকা। 

প্রবাস জীবন কাটিয়ে রাজধানী ঢাকায় থিতু  হতে চেয়েছিলেন জীবিকার সন্ধানে।

সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া, একজন কনটেন্ট ক্রিয়েটরের সহকারী হিসেবে দৈনিক ৩শ টাকায় কাজ শুরু করেন। সেই থেকে শুরু। এরপর নিজের অঞ্চল নোয়াখালীতে ফিরে শুরু করেন পেশাদার কনটেন্ট ক্রিয়েশন লাইফ। 

স্কুলের গন্ডি পেরোতে না পারলেও, বেকার জীবনের অভিশাপ বরণ না করে অসংখ্য তরুণের অনুপ্রেরণা হয়েছেন, শুরু করেছেন কন্টেন্ট ক্রিয়েশন, উপার্জন করছেন লাখ লাখ টাকা।

নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কনটেন্ট তৈরি করে ফেসবুক ইউটিউবে পেয়েছেন জনপ্রিয়তা।  তার কনটেন্ট গুলোতে  হাস্যরসের পাশাপাশি শিক্ষামূলক বার্তাও থাকে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে