মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ১১:২২:১৯

খোঁজ মিললো উড়ন্ত বিষধর সাপের

খোঁজ মিললো উড়ন্ত বিষধর সাপের

এক্সক্লুসিভ ডেস্ক : এবার খোঁজ মিললো বেশ কয়েকটি উড়ন্ত বিষধর সাপ, যার জন্মস্থান আদতে শ্রীলঙ্কায়, তবে তা দেখা গেল ভারতের অন্ধ্রপ্রদেশের সিশাচলম জঙ্গলে। শনিবার ভারতের বন দফতরের কর্মকর্তা ও গবেষকরা বিষয়টি নিশ্চিত করেছেন।

গবেষকদের দাবি, এই সাপ মূলত দেখা যায় শুষ্ক নিচু জমিতে। শ্রীলঙ্কার আবহাওয়াই এই সাপের প্রজনন ও বংশবিস্তারের জন্য উপযুক্ত। ভারতের অন্ধ্রের চিত্তুর জেলার সিশাচলম রিজার্ভ ফরেস্টে আবহাওয়া অনুকূল হওয়াতেই দুর্লভ প্রজাতির এই সাপের দেখা মিলল, মত গবেষকদের।


এর আগে একবার, ২০১৩ সালে চালামার ঘন জঙ্গলে দেখা মিলেছিল এই সাপের। বিজ্ঞানীদের মতে, সিশাচলম জঙ্গলে যে বিপুল জীববৈচিত্রের দেখা মিলতে পারে, উড়ন্ত সাপের দেখা মেলাটা তারই প্রমাণ। ক্যামেরায় ধরা পড়েছে উড়ন্ত সাপের বেশ কয়েকটি ছবি। অন্যান্য সরীসৃপদের মতোই উড়ুক্কু সাপকেও চিহ্নিত করা বেশ দুঃসাধ্য বলে জানাচ্ছেন বৈজ্ঞানিকেরা।
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে