মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ১১:২৮:৫২

বাঘের বন্ধু কুকুর

বাঘের বন্ধু কুকুর

এক্সক্লুসিভ ডেস্ক : চীনের একটি চিড়িয়াখানা। একটি খাঁচায় রয়েছে দুটি বাঘ ও একটি কুকুর। বাঘ দুটোর সঙ্গে কুকুরটির চমৎকার বন্ধুত্ব। সাত বছর ধরে একই খাঁচায় রয়েছে। সেই  ছোটবেলা থেকে তারা একে অপরের খেলার সাথি। খাওয়া-দাওয়া, ঘুমানো একইসাথে করছে ওই তিন প্রাণী।

চীনের তিয়ারজিংগুতে অবস্থিত এ চিড়িয়াখানাটির মুখপাত্র গণমাধ্যমকে জানান, বাঘের প্রথম শাবক যখন জন্ম নেয় মা বাঘটি তাকে ছেড়ে চলে যায়। এরপর থেকে শাবকটি একা হয়ে যায়। এ অবস্থায় এ প্রাণীটি সারাদিন বেজার হয় থাকত। চিড়িয়াখানা কর্তৃপক্ষ তার এ একাকিত্ব দেখতে পারছিলেন না।

তাই তারা বাঘ শাবকটির খেলার সাথি হিসেবে বাচ্চা কুকুরটিকে নিয়ে আসে। এরপর তাদের সাথে আরো একটি বাঘ শাবক এনে রাখে। কর্তৃপক্ষ জানায়, এটি সত্যিই আশ্চর্যজনক সাত বছর ধরে তারা একই সাথে বাস করছে। তার সবাই একসাথে খাচ্ছে, ঘুমাচ্ছে এবং খেলছে।

আরো অবাক করার বিষয় হলো, বাঘ দুটি যখন ঝগড়া বা মারামারি করে তখন তারা কুকুরের গায়ে একটি আঁচড়ও দেয় না। বরঞ্চ কুকুরটি দলের নেতার মতো তাদের ঝগড়া থামিয়ে দিতে এগিয়ে যায়।

চীনের আনহুই প্রদেশের চিড়িয়াখানাটির এ বিষয়টি দর্শকদের বেশ আনন্দ দেয়। সবাই বেশ উৎসাহের সাথে তিন ভাইয়ের কর্মকাণ্ড দেখে।
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে