এক্সক্লুসিভ ডেস্ক : বিশ্বের সবচেয়ে প্রবীণতম মানুষটি বসবাস করছেন জাপানে। এরই মধ্যে তার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে উঠেছে। সাকারাই মোমোই নামে এ প্রবীণ এ বছর ১১২ বছরে পা দিলেন।
গত বছরের জুনে আমেরিকার আলেকজান্ডার ইমিচ ১১১ বছর ১২৪ দিন বয়সে মারা যাওয়ার পর বিশ্বে এখন প্রবীনতম পুরুষ মোমোই। কৃষি-রসায়ন বিভাগের এ প্রাক্তন শিক্ষকের জন্ম ১৯০৩-এর ৫ ফেব্রুয়ারি।
ফুকুসিমা শহরের বাসিন্দা মোমোইয়ের রয়েছে পাঁচ সন্তান। হাসপাতালে তিনি ১১২ তম জন্মদিনটি কাটালেন। জন্মদিনে তিনি খোশমেজাজেই ছিলেন বলে জানিয়েছেন মোমোইয়ের সন্তান ৬৬ বছরের হিররো।
তার পরিবারের লোকজন জানিয়েছে, মোমোই বৃদ্ধ হওয়ার পরও এখনো বেশ প্রাণবন্ত। সব সময়ই কোনো না কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখেন তিনি।
চীনা কবিতা পড়তে ভীষণ ভালোবাসেন। পড়া ছাড়াও দেশ ঘুরে দেখাটাও তার একটা নেশা। স্ত্রী মারা যাওয়ার পর অবশ্য ওই অভ্যেস অবশ্য ছাড়তে হয়েছে তাকে।
গিনেসের তথ্য অনুসারে ১১৬ বছরের মিসাও ওকাওয়া বিশ্বের প্রবীণতমা। তিনিও জাপানেরই নাগরিক। আগামী ৫ মার্চ ১১৭ বছরে পড়বেন তিনি।
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/