মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ১১:৩৪:০৯

তিন বাবা-মা মিলে এক শিশুর জন্ম!

তিন বাবা-মা মিলে এক শিশুর জন্ম!

এক্সক্লুসিভ ডেস্ক : এতদিন আমরা জেনে এসেছি শিশুর শরীরে মা এবং বাবার DNA থাকে। কিন্তু এবার এই জ্ঞানে একটা বড় পরিবর্তন আসতে চলেছে। আগামীদিনে যে শিশু জন্ম নেবে তার শরীরে মা-বাব ছাড়াও অন্য এক নারীর DNA থাকতে পারে।

ব্রিটেন পৃথিবীর প্রথম দেশ হবে যেখানে আইভিএফ শিশুরা তিন অভিভাবকের DNA নিয়ে জন্ম নেবে। ব্যাপারটা পরিস্কার হল না? মঙ্গলবার ব্রিটেন পার্লামেন্টের ল'মেকাররা এমনই একটি প্রস্তাব সামনে রেখেছেন। খুব তাড়াতাড়িই একটি নির্বাচন করা হবে যেখানে ভোট দিয়ে সিদ্ধান্তে আসা যাবে, বংশানুক্রমে পাওয়া কঠিন রোগের হাত থেকে আগামী প্রজন্মকে বাঁচানোর জন্যে IVF পদ্ধতিতে জন্ম নেওয়া শিশুদের ক্ষেত্রে মিটোকনড্রিয়াল DNA ডোনেশন করা যাবে কি না। এই প্রস্তাব সামনে আসার পর থেকেই বিতর্ক শুরু হয়েছে ধর্মযাজক এবং ক্যাম্পেনারদের মধ্যে।

মিটোকনড্রিয়াল DNA মা-র থেকে শিশুর শরীরে আসে। আর এই মিটোকনড্রিয়াই শরীরের কোষের মধ্যে শক্তির যোগান দেয়। অনেক সময়েই দেখা যায় বংশগত মিটোকনড্রিয়াল অসুখ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি করে। ব্রিটেনে প্রচলিত আইভিএফ আইনে বদল করার যে প্রস্তব রাখা হয়েছে, তাতে আইভিএফ পদ্ধতির সাহায্যে জন্মানো শিশু মা-বাবার থেকে স্বাভাবিক নিয়মে DNA পাওয়ার পাশাপাশি আরও একজন সুস্থ ও স্বাস্থবান মহিলা ডোনারের থেকে মিটোকনড্রিয়াল ডিএনএ পাবে। বিশেষজ্ঞদের মত অনুযায়ী এই পদ্ধতি শুরু হলে বহু শিশুকে ক্ষতিকারক ডিএনএ মিউটেশনের হাত থেকে বাঁচানো সম্ভব হবে।

এই প্রস্তাবকে সামনে রেখে ব্রিটেন পার্লামেন্টে ৯০ মিনিটের একটি বিতর্ক সভা হবে। এই বিতর্কসভার পর সাংসদরা ভোট দিয়ে নিজেদের মতামত জানাতে পারবেন। আইভিএফ আইনে এই ঐতিহাসিক পরিবর্তন যদি ব্রিটেনে লাগু হয়, তাহলে ভবিষ্যতে পৃথিবীর অন্যান্য দেশেও তা শুরু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে