রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:৪৩:৪৩

প্রেমিকার বিয়ে হয়ে গেলে কী করবেন?

প্রেমিকার বিয়ে হয়ে গেলে কী করবেন?

এক্সক্লুসিভ ডেস্ক : প্রেমিকার বিয়ে হয়ে গেলে অবসাদে ভুগেন প্রেমিকরা।  সেই টেনশনে শরীরটা একেবারে ভেঙে পড়ে।  অনেকে ঠিকমত খাওয়া-দাওয়াও করেন না।  আজেবাজে কাজেও জড়িয়ে পড়ে অনেক প্রেমিক।  দুশ্চিন্তায় দাড়ি-গোঁফে পাগল-পাগল।  প্রেমিকার বিয়ের সানাই বাজতেই পারে, এজন্য প্রেমিককে ধৈর্য ধরতে হবে।  হুট করে ভয়ানক কোনো সিদ্ধান্ত নেয়া যাবে না।  প্রেমিকার বিয়ে হয়ে গেলে কী করবেন আপনি, দেখে নিন এক ঝলক-

• প্রেমিকার বিয়ে হবে জানতে পারলে ঝামেলা পাকিয়ে লাভ নেই।  তার বাড়ির সামনে সাইকেলবাজি করেও কিছু হবে না।  বিয়ের আগে স্রেফ ধাঁ হয়ে যান।  বন্ধু-বান্ধব জুটিয়ে পর্যটন স্পটে ঘুরে আসুন।  

• বিয়ের পরে প্রেমিকার সঙ্গে দেখা হলে সহজ ব্যবহার করুন।  এমন ভাব দেখান, কোনোদিন কিছুই যেন ঘটেনি।

• বিবাহিত প্রেমিকার কাছে কখনোই তার স্বামী বা নতুন সংসার নিয়ে প্রসঙ্গ তুলবেন না।  উদাসী গাম্ভীর্য বজায় রাখুন।

• সোশ্যাল নেটওয়ার্কে তাকে ব্লক করুন।  না হলে তার প্রোফাইল দেখে দেখে বিস্তর সময় নষ্ট করে ফেলবেন।

• তিনি বিয়ে করেছেন বলে তড়িঘড়ি আপনিও সেই সিদ্ধান্ত নেবেন না।  সময় নিন।  বেশ কিছুদিন ব্যাচেলর থাকুন।  আর আপনার সিঙ্গলহুডের খবরটা যাতে প্রেমিকার কাছে পৌঁছে, তেমন একটা নেটওয়ার্ক অবশ্যই তৈরি রাখবেন।

• প্রেমিকার বিয়ের পরেও তার সঙ্গে নিয়মিত দেখা হওয়ার সম্ভাবনা থাকলে নিজের চেহারা বদলান।  চাইলে ফ্যাশনও।  দেখবেন, জ্বালা আপনার একার নয়, ও প্রান্তেও চিড়িক দিচ্ছে ২২০ ভোল্ট।

• একাকিত্বকে এড়ান।  কাজের সময়ের বাইরে একটু বেশি ঠেক মারুন।

• আত্মহননে একদম প্রশ্রয় দেবেন না।  বরং বেশি করে গান শুনুন।  প্রেমের কবিতা পড়ুন।  পারলে শক্ত দর্শনের বই পড়ুন।  তেমন সুবিধা থাকলে কঠিন অঙ্কও কষতে পারেন।  ‘কী হবে অতীত নিয়ে, চলো পুনর্বার প্রেমে পড়ি' এমনটাই ভাবুন।
২৮ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে