সোমবার, ২৯ ফেব্রুয়ারী, ২০১৬, ০৭:৪০:৪২

যেসব দেশের সেনাবাহিনীর মহিলা সেনারা সবচেয়ে সুন্দরী

যেসব দেশের সেনাবাহিনীর মহিলা সেনারা সবচেয়ে সুন্দরী

এক্সক্লুসিভ ডেস্ক : সুন্দরীদের কথা বললেই মনে পড়ে সেলিব্রেটিদের কথা। যা রঙ্গিন দুনিয়ায় রং ছড়ান। কিন্তু একবার ভাবুন যারা রোদে পুড়ে, জলে ভিজে নিত্যদিন দেশের সেবা করে চলেছেন। তাদের কথা কি কখনও ভেবেছেন?

শুধু রঙ্গিন দুনিয়াই নয়, হাতে ভারী রাইফেল নিয়ে থাকা এই সব মহিলাদের দেখেও চোখে তাক লেগে যাবে। তেমনই সেই সব দেশ, মহিলা সেনার সৌন্দর্যের বিচারে যা প্রথম ৮ম তালিকায়। ওয়ান্ডারলিস্টের সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য।

রোমানিয়ান আর্মি : সেনাবাহিনীর ক্ষমতার নিরিখে হয়ত প্রথম স্থানে নেই। কিন্তু সমীক্ষা অনুযায়ী সুন্দরী মহিলা সেনার নিরিখে এই বাহিনীই নম্বর ১।

অস্ট্রেলিয়া আর্মি : ১৮৯৯ সাল থেকে সেনাবাহিনীতে মহিলা নিযুক্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত শুধুমাত্র তারা আর্মি নার্সিংয়েই সীমাবদ্ধ ছিলেন। এখন ডিফেন্স ফোর্সোর সমস্ত গুরুত্বপূর্ণ স্থানই মহিলাদের কবলে। আর সৌন্দর্যের বিচারে ২য় স্থানও অধিকার করে নিয়েছে।

ইজরায়েল আর্মি : ৩য় রয়েছে এই দেশটি। এই দেশে ১৮ বছর হলেই সমস্ত নাগরিককে দেশের সেবায় নিযুক্ত হওয়ার জন্য জোর দেওয়া হয়। ইজরায়েল সেনার তথ্য অনুযায়ী, সেনাবাহিনীর ৩১% হল মহিলা। যা আমেরিকার তিনগুন।

পাকিস্তানী আর্মি : ৪র্থ স্থানে থাকা এই দেশে ১৯৪৭ সাল থেকেই সেনাবাহিনীতে মহিলা সেনা রয়েছে। ১৯৪৭ সালে দেশ বিভাগের সময়ে ভারতীয় সেনাবাহিনীর একাংশ হতে এই বাহিনী গঠিত হয়। ২০১০ সালে পাকিস্তান সেনাবাহিনীর কার্যকর সেনা সংখ্যা ৫৫০,০০০ জন এবং সংরক্ষিত মহিলাসেনার সংখ্যা প্রায় ৫০০,০০০ জন।

ব্রিটিশ আর্মি : সুন্দরী সেনাবাহিনীর তালিকায় ৫ম স্থানে রয়েছে। ১৯৯০ সাল থেকেই ব্রিটিশ সেনাবাহিনীতে মহিলা সেনা নিযুক্ত হয়।

চেক রিপাবলিক আর্মি : এই তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে চেক রিপাবলিক। জানা গিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে সেনা বাহিনীতে মহিলাদের কোনও স্থান ছিল না। এখন তারা সেনা বাহিনীর গুরুত্বপূর্ণ অঙ্গ।

ইউ এস আর্মি : ৭ম স্থানে রয়েছে আমেরিকা। তথ্য অনুযায়ী, ২ লক্ষেরও বেশি মহিলা সেনা হিসাবে নিযুক্ত। এর মধ্যে ৬৯ সেনা অফিসার।

ইউ এস আর্মি : ৮ম স্থানে রয়েছে আমেরিকা। তথ্য অনুযায়ী, ২ লক্ষেরও বেশি মহিলা সেনা হিসাবে নিযুক্ত। এর মধ্যে ৬৯ সেনা অফিসার।
২৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে