মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ১১:৪১:০৩

নানা তুমি কোথায়?

নানা তুমি কোথায়?

এক্সক্লুসিভ ডেস্ক : ঘটনাটি দক্ষিণ পশ্চিম চীনের কুনমিং শহরের। সেখানে বাসার বাইরে গোসল করা ও সেখানে দেহ ম্যাসাজ করার জন্য ‘বাথ হাউজ’ গুলোর খুব জনপ্রিয়। আর তারই কারণে তেমনই এক বাথ হাউজে একজন প্রবীণ তার ছয় বছর বয়সের এক নাতনিকে নিয়ে যান। তিনি একটি আরামদায়ক গোসল করেন এবং পরে শরীরও ম্যাসাজ করান। কিন্তু সেখানে ঘটে বিপত্তি যখন তিনি বিল পরিশোধ করতে যান।

কারণ তিনি মনের ভূলে মানিব্যাগটা ফেলে এসেছিলেন। হাউজটির দায়িত্বরত ম্যানেজারের সাথে কথা বলে তিনি বাসায় গিয়ে মানিব্যাগটি নিয়ে আসার প্রস্তাব দেন। কিন্তু ম্যানেজার প্রবীণ বৃদ্ধের কথায় রাজি না হয়ে তার নাতনিকে ‘বাথ হাউজ’য়ে রেখে যেতে বলেন। সেদিন হয়তো ম্যানেজার ভেবেছিলেন, নাতনি রেখে গেলে তিনি ফিরে আসতে বাধ্য হবেন। কিন্তু তার ধারণা ভুল প্রমাণ করে দিয়ে দিন শেষে নানা আর তার নাতনিকে নিতে আসেননি! বিল পরিশোধের ভয়েই হোক আর যে কারণেই হোক, নানা গত এক মাসের বেশি সময় ধরে তার নাতনি শিয়াওকে ঐ বাথ হাউজ থেকে নিয়ে যাননি।

বাথ হাউজের কর্মীদের কাছে ছয় বছরের ছোট্ট নাতনী শিয়াও অনেক আদরেই আছে । তার কাপড়, শোবার জায়গা, গোসল , খাওয়া সব কিছুর ব্যবস্থা তারা করে দিয়েছে। নাতনিকে ফিরিয়ে নেবার আবেদন জানিয়ে স্থানীয় গণমাধ্যম বিষয়টি নিয়ে এক সচিত্র প্রতিবেদনও ইতিমধ্যে প্রকাশ হয়েছে। কিন্তু তাতেও কোনরুপ কাজ হয়নি। শিয়াও এখনও ঐ বাথ হাউজেই রয়ে গেছে। এবং হয়ত নানার অপেক্ষা দিনপাত করছে। -ডেইলি মেইল
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে