সোমবার, ২৯ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:২২:৩৩

যেসব কারণে রেগে যায় ভারতীয়রা

যেসব কারণে রেগে যায় ভারতীয়রা

এক্সক্লুসিভ ডেস্ক : যান্ত্রিক জীবনের এমনিতেই খিটমিটে থাকে মেজাজ। তারপরও বাড়তি কিছু ঝামেলা। আর যে সমস্ত ঝামেলার কারণে রেগে যায় ভারতীয়রা। কি তবে সে কারণ? তাহলে আসুন ভারতীয়দের রাগের ১০টি কারণ জেনে নিই।

১। লম্বা ট্র্যফিক জ্যাম। একচুলও কিছু নড়ছে না ঘণ্টার পরে ঘণ্টা। ২। এটিএম-এর লাইন। অহেতুক দেরি করছেন যখন কোনও লোক। ৩। ঘোর গ্রীষ্মে মধ্যরাতে লোডশেডিং। ৪। আত্মীয় আর প্রতিবেশীরা যখন পরীক্ষার রেজাল্ট জানার জন্য নেই-আঁকড়াপনা করেন। ৫। হবু শ্বশুর যখন মাইনের অঙ্ক জানতে চান।

৬। বউ যখন টিভির চ্যানেল হঠাৎ বদলে দেন। ৭। আপনার গাড়িকে পিছনের গাড়িটি যখন ওভারটেক করে। আর তার চালক আপনাকে দাঁত দেখায়। ৮। অফিস যাওয়ার সময়ে স্যান্ডো গেঞ্জি খুঁজে না পেলে। ৯।  ম্যাচে ধোনি ধ্যাড়ালে। ১০। বাসে আপনার ন্যায্য জানলা-সিটটা কেউ কদর্যভাবে হাতিয়ে নিলে।
২৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে