সোমবার, ২৯ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:৫৮:৪৫

সর্বোচ্চ বেতন ৯ কোটি ২ লাখ টাকা, এমন চাকরি করবেন কি?

সর্বোচ্চ বেতন ৯ কোটি ২ লাখ টাকা, এমন চাকরি করবেন কি?

এক্সক্লুসিভ ডেস্ক বছরে আপনার বেতন কত? ১০ থেকে ২০ লাখ। আপনার উর্ধতন অফিসার কত পায়? ৪০ থেকে ৬০ লাখ। আপনার জানা মতে সর্বোচ্চ বেতন কত শুনেছেন? ধরুন বছরে দেড় থেকে দুই কোটি। ও আচ্ছা। কিন্তু কখনো কি শুনেছেন, ৯ কোটি ২ লাখ ১৭ হাজার ২৫২ টাকা বেতন? কি, চমকে গেলেন?

আরে দাঁড়ান দাঁড়ান। চমকাবার কিছু নেই। এটাই সত্য। বর্তমানে বিশ্বের মধ্যে এটাই সর্বোচ্চ বেতন। ৯ কোটি ২ লাখ ১৭ হাজার ২৫২ টাকা বছরে আয় করেন!

গ্লাসডোর বলছে ‘ডেটা সায়েন্টিস্ট’-এর চাকরিই সেরা। ২০১২-তে হার্ভার্ড বিজনেস রিভিউ এই চাকরিকেই বলেছিল বিশ্বের সবচেয়ে ‘উত্তেজনাকর’ চাকরি।

গ্লাসডোর-এর বক্তব্য গড়ে এক বছরে একজন ডেটা সায়েন্টিস্ট আয় করেন ১১৬,৮৪০ ডলার তথা বাংলাদেশি টাকায় ৯ কোটি ২ লাখ ১৭ হাজার ২৫২ টাকা মাসিক বেতন!

বিভিন্ন বড় বড় কোম্পানির ডেটা সায়েন্টিস্টদের বার্ষিক গড় আয়ের তালিকাও প্রকাশ করেছে গ্লাসডোর—এরমধ্যে,  ১। ফেসবুক: ১৩৩,৮৪১ ডলার। ২। অ্যাপল: ১৪৯,৯৬৩ ডলার। ৩। এয়ারবিএনবি: ১১৭,২২৯ ডলার। ৪। টুইটার: ১৩৪,৮৬১ ডলার। ৫। মাইক্রোসফ্‌ট: ১১৯,১২৯ ডলার। ৬। লিঙ্কেডইন: ৭। ১৩৮,৭৯৮ ডলার। আইবিএম: ১১০,৮২৩ ডলার।
২৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে