সোমবার, ২৯ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:২৫:৩৮

কল্পনা নয়, বাস্তবেই চলবে আকাশে গাড়ি!

 কল্পনা নয়, বাস্তবেই চলবে আকাশে গাড়ি!

এক্সক্লুসিভ ডেস্ক : আর বেশিদিন অপেক্ষা করতে হবে না।  আকাশে উড়ন্ত গাড়িতে চড়ে যেখানে ইচ্ছা যেতে পারবেন।  ট্যারাফুগিয়া টিএফ-এক্স নামের সুপার কার আকাশে উড়বে ২০১৮ সালের মধ্যে।

সিঙ্গাপুরভিত্তিক ভান্ডা ইলেকট্রিক নতুন একটি সুপার কার উম্মোচিত করল, সুপার কারটি ১ হাজার ৫০০ হর্স পাওয়ারের।  গাড়িটি শূন্য থেকে ৬০ মাইল স্পিড তুলতে সময় নেবে মাত্র ২ দশমিক ৬ সেকেন্ড।  

টেসলা রেডিও ফ্লাইয়ারের সাথে যৌথ উদ্যোগে শিশুদের জন্য মডেল এস নামে আরেকটি কার উম্মোচিত করেছে।  নাসার এক বিজ্ঞানী অদূর ভবিষ্যতে একটি মহাকাশযান আবিষ্কারের চেষ্টা করছেন, যা মহাকাশ থেকে মঙ্গলে যেতে সময় নেবে মাত্র ৩০ মিনিট।

উড়ুক্কু গাড়িটি একসাথে চারজন আরোহী নিয়ে আকাশে উড়াল দিতে পারে। সড়কে চলন্ত অবস্থা থেকে আকাশে উড্ডয়নের জন্য গাড়িটির কোনো রানওয়ে দরকার হবে না।  এতে রয়েছে দুটি ইলেট্রোনিক মোটর পডস।  মেগাওয়াটের ক্ষমতাসম্পন্ন ইঞ্জিন আপনাকে মুহূর্তেই আকাশে উড়িয়ে নেবে।

উড়ন্ত অবস্থায় গাড়িটি ৫০০ মাইল পর্যন্ত পাড়ি দিতে পারবে।  ঘণ্টায় গতিবেগ ২০০ মাইল।  এতে রয়েছে নিরাপদ ল্যান্ডিং সুবিধা।  থ্রিডি ভিডিওতে দেখে যাবে ভবিষ্যতের সুপার কারটি।  অবশ্য ভিডিওটি এখানে দেয়া হয়নি।
২৯ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে