সোমবার, ২৯ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:৫৫:২৮

বাবার বয়স ১৫ আর ছেলের বয়স ৫!

বাবার বয়স ১৫ আর ছেলের বয়স ৫!

এক্সক্লুসিভ ডেস্ক : বাবার বয়স যদি ১৫ বছর হয় তবে ছেলের বয়স কত হতে পারে? এই উত্তরটি বর্তমান সময়ে দেয়া খুবই মুশকিল। তবে ভাবতেও পারবেন না, সেই ছেলের বয়স নাকি ৫। তবে কত বছর বয়সে বাবা হয়েছিলেন ফ্রেড শেকুফে? কিন্তু সঙ্গের ছবিটি দেখে কি ঘাবড়ে গিয়েছেন? দু’জনের যা বয়স সেই অনুযায়ী তো এঁরা অনেক বড় তাই না?

আসল কথা হল ওঁদের বয়স মোটেই ১৫ বা ৫ নয়। আসলে দু’জনের জন্মদিনই ২৯ ফেব্রুয়ারি। টাইম ডট কমের মতে, লিপ ডে-তে জন্ম হওয়ার সম্ভাবনা ২১ লক্ষে একটি। কিন্তু কি আশ্চর্য, ফ্রেডের জীবনে এই অভিজ্ঞতা দু’বার এসেছে। ফ্রেড নিজে যেমন জন্মেছেন লিপ ডে-তে, তার ছেলেও জন্মেছেন লিপ ডে-তে।

তাই জন্মের ৬০ বছর পরে, ফ্রেড যেমন আজ পালন করছেন তার ১৫তম জন্মদিন, ফ্রেডের ছেলের আজ অফিসিয়ালি পঞ্চম জন্মদিন। ছেলের জন্মের সময়ে ফ্রেডের স্ত্রী তাকে বলেছিলেন, ‘তোমার জন্মদিনের উপহার।’ এমন মজার অভিজ্ঞতা ক’জনের ভাগ্যে ঘটে?
২৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে