রবিবার, ২০ জুলাই, ২০২৫, ১১:২৭:২১

কখন মোটরসাইকেলের ইঞ্জিন অয়েল বদলানো উচিত? না করলে কী হয়?

কখন মোটরসাইকেলের ইঞ্জিন অয়েল বদলানো উচিত? না করলে কী হয়?

এক্সক্লুসিভ ডেস্ক : যেকোনও মোটরবাইকের হৃদপিণ্ড হলো ইঞ্জিন। আর ইঞ্জিনকে ভালো রাখতে সাহায্য করে ইঞ্জিন অয়েল। যা সঠিক সময়ে পরিবর্তন করা একটি গুরুত্বপূর্ণ রক্ষণাবেক্ষণ কাজ। সেটা যদি ঠিক মতো খেয়াল না রাখা হয় তাহলে বড়সড় বিপদের মুখে পড়তে হতে পারে।

তাই বিশেষজ্ঞরা পরামর্শ দিয়ে থাকেন সঠিক সময়ে ইঞ্জিন অয়েল পরিবর্তন করার। কিন্তু অনেকেই জানেন না, কখন মোটরসাইকেলের ইঞ্জিন অয়েল বদলানো উচিত।

 এ নিয়ে ভিন্ন ধারণা রয়েছে বাজারে। বিভিন্ন ধরনের ইঞ্জিন অয়েল আছে বাজারে। কোনো ইঞ্জিন অয়েল ২০০০ কিলোমিটারের পর পরিবর্তন করার পরামর্শ দেয়া হয়ে থাকে। আবার কোনোটা ১০০০ কিলোমিটারের পর পরিবর্তন করার কথা বলা হয়। তবে এই সীমারেখা ছাড়াও বেশ কিছু লক্ষণ রয়েছে যেখান থেকে বুঝতে পারবেন ইঞ্জিন অয়েল ঠিক কখন পরিবর্তন করা উচিত।
 
মোটরসাইকেলের ইঞ্জিন অয়েল সম্পর্কে এই ৪টি বিষয় জেনে রাখুন।
 
ইঞ্জিনের আওয়াজ: যদি মোটরবাইকের ইঞ্জিনের আওয়াজ অস্বাভাবিক হয় তাহলে বুঝবেন অবশ্যই ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে। আসলে ইঞ্জিনের ভিতরে থাকা যন্ত্রপাতিগুলো যখন কম লুব্রিকেট থাকে তখন স্বাভাবিকের থেকে বেশি শব্দ তৈরি করে। তাই এ সময় ইঞ্জিন লুব্রিকেট করা অর্থাৎ ইঞ্জিন অয়েল পরিবর্তন করা জরুরি।
 
অয়েলের রঙ কালো হয়ে যাওয়া: ইঞ্জিন অয়েল পরীক্ষা করার সময় মোটরসাইকেলে ডিপস্টিক দেয়া হয়। ইঞ্জিন যদি ঠান্ডা হয়ে যায় তাহলে ডিপস্টিক দিয়ে ইঞ্জিন অয়েল যাচাই করুন। যদি দেখেন ইঞ্জিন অয়েলের রঙ কালো হয়ে গেছে তাহলে বুঝবেন এতে ময়লা এবং ধুলো-বালি জমেছে। এ ক্ষেত্রে ইঞ্জিন অয়েল পরিবর্তন করা জরুরি।

 ইঞ্জিন অয়েল যাচাই: প্রয়োজনে ইঞ্জিন অয়েল লেভেল অথবা ডিপস্টিক অয়েল লেভেল যাচাই করতে পারেন। তবে খেয়াল রাখবেন একটি মোটামুটি লেভেল থেকে কমে যেন না যায়। যদি দেখেন লেভেল কম তাহলে ইঞ্জিন অয়েল বদলে নেয়া উচিত।
 
ওয়ার্নিং লাইট: বর্তমানে যে সব মডার্ন মোটরসাইকেল বিক্রি হয় সেগুলোতে এক ধরনের সেন্সর থাকে যা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে থাকা ওয়ার্নিং লাইটের মাধ্যমে তেলের অবস্থা জানাতে পারে। এই ফিচার যদি আপনার মোটরসাইকেলে থাকে তাহলে বুঝতে পারবেন ঠিক কোন সময় ইঞ্জিন অয়েল পরিবর্তন করা উচিত।
 
ইঞ্জিন অয়েল পরিবর্তন না করলে কী হয়?
 ইঞ্জিন অয়েল পরিবর্তন না করলে ইঞ্জিন গরম হয়ে যেতে পারে, ভিতরে থাকা যন্ত্রগুলো লুব্রিকেট না হওয়ায় তাদের মধ্যে ঘর্ষণ তৈরি হয়। সর্বোপরি মোটরসাইকেলের পারফরম্যান্স কমে যায়। তাই প্রয়োজন অনুসারে ইঞ্জিন অয়েল দ্রুত বদলে নেয়া উচিত। সূত্র: এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে