এক্সক্লুসিভ ডেস্ক : আপনি যত অভিজ্ঞ রাইডারই হন না কেন, শেখার কোনো শেষ নেই। মোটরসাইকেল চালানো শুধুমাত্র গতি বা স্টাইল নয়, এটি একটি দক্ষতা। যা আপনার নিরাপত্তা এবং রোড পারফরম্যান্সে বিশাল ভূমিকা রাখে।
নিচে এমন ৮টি কার্যকরী টিপস ও কৌশল দেওয়া হলো। যেগুলো নিয়মিত চর্চা করলে আপনি আরও ভালো ও আত্মবিশ্বাসী রাইডার হয়ে উঠবেন।
১. ক্লাচ ও ব্রেকে ব্যবহার করুন দুই আঙুল
চার আঙুল ব্যবহার না করে এক বা দুই আঙুল ব্যবহার করলে ক্লাচ ও ব্রেক নিয়ন্ত্রণে বেশি সুবিধা হয়। এতে আপনার হ্যান্ডল গ্রিপ মজবুত থাকে এবং বাইকের উপর নিয়ন্ত্রণ বাড়ে।
২. ক্লাচ ফ্রিকশন জোন নিজের মতো করে সেট করুন
অনেক বাইকের ক্লাচ ফ্রিকশন জোন অ্যাডজাস্ট করা যায়। আপনি চাইলেই ক্লাচের প্রতিক্রিয়া আপনার হাতে কতটা দ্রুত আসবে তা নিয়ন্ত্রণ করতে পারেন। এতে স্টপ-গো ট্র্যাফিক বা স্লো স্পিডে রাইডিং অনেক সহজ হয়।
৩. বাম ও ডানদিকে বৃত্তে ঘোরার প্র্যাকটিস করুন
পার্কিং লটে ধীরে ধীরে ছোট ও টাইট বৃত্তে ঘোরা শিখলে আপনার ব্যালেন্স ও স্টিয়ারিং নিয়ন্ত্রণ অনেক উন্নত হবে। অনেক সময় আমরা বুঝতেও পারি না, ডানদিকে ঘোরা কেন যেন কঠিন লাগে—এই অনুশীলন সেটা দূর করবে।
৪. ফিগার এইট এবং হার্ড ব্রেকিং অনুশীলন
ফিগার এইট অনুশীলনের মাধ্যমে আপনি বাইক ‘ফ্লিক’ করার দক্ষতা বাড়াতে পারেন। আর হার্ড ব্রেকিং অনুশীলন আপনাকে শেখাবে জরুরি পরিস্থিতিতে কতটুকু ব্রেক চাপ দিলে বাইক নিয়ন্ত্রণে থাকবে।
৫. পায়ের বল ও সিটিং পজিশনের কৌশল
বল অফ দ্য ফুটে (পায়ের পাতার সামনের অংশে) ভর দিলে বাইক আরও কন্ট্রোল্ড হয়। আর ট্যাঙ্কের কাছাকাছি বসলে ভারসাম্য ও নিয়ন্ত্রণ আরও ভালো হয়।
৬. তাকান যেদিকে যেতে চান, যেখানে পড়তে পারেন সেখানে নয়
মনে রাখবেন, বাইক সেখানে যায় যেদিকে আপনি তাকান। তাই হুট করে বাঁক নিতে গিয়ে সামনে থাকা গার্ডরেল না দেখে মোড়ের ভেতর তাকানো জরুরি।
৭ সঠিক লেন পজিশনিং
একই লেনে কোথায় থাকবেন, কখন ও কিভাবে জায়গা ছাড়বেন— এগুলো জানলে দুর্ঘটনার ঝুঁকি কমবে। পাশাপাশি সবার আগে নিজের অবস্থান স্পষ্ট করতে শিখুন।
৮. ধীরস্থির থাকুন—বাইককে বিশ্বাস করুন
মোটরসাইকেল নিজের মতো করে চলবে—আপনার কাজ শুধু সঠিক ইনপুট দেওয়া। বাইক কখনো হালকা কাঁপবে, কখনো অপ্রত্যাশিত ভাবে সরে যাবে—এটাই স্বাভাবিক। কিন্তু আপনি যদি ঘাবড়ে না গিয়ে স্বাভাবিক থাকেন, তবে সবকিছু নিয়ন্ত্রণে থাকবে।
আপনি যদি নতুন রাইডার হন, এই কৌশলগুলো নিয়মিত অনুশীলন করুন। আর অভিজ্ঞ রাইডারদের জন্য এগুলো রিফ্রেশমেন্টের মতো— ভুলে গেলে ঝুঁকি বাড়ে!