বুধবার, ০২ মার্চ, ২০১৬, ০৫:৫২:১৭

মাত্র ১৯ বছরেই শ্রেষ্ট ধনীদের কাতারে রূপসী তরুণী

মাত্র ১৯ বছরেই শ্রেষ্ট ধনীদের কাতারে রূপসী তরুণী

এক্সক্লুসিভ ডেস্ক : অনেক সুন্দর একটি চেহারা তার! রূপে, গুণে কোনো দিক থেকেই কম যান না। সৌন্দর্য্যের সাথে সাথে রয়েছে তার অনেক বুদ্ধিও। ঠিক তেমনি সম্পদের রাজ্যেও তিনি প্রভেশ করেছেন রাজ লক্ষ্মী হিসেবে। তার বাড়ি নরওয়েতে। নাম অ্যালেক্সন্ড্রা অ্যান্ডারসন। এত কম বয়সে তার এই অর্জন, রূপে, গুণে এবং ধনসম্পদে যেন একা কার।

বয়স তার মাত্র ১৯ বছর। এরই মধ্যে এই সুন্দরী অর্থের সাম্রাজ্যে প্রভেশ করেছেন। ১৮ বছর বয়সে স্কুলের ফাইনাল পরীক্ষায় পাস করার পরই একবছরের মাথায় কি এমন ম্যাজিক হয়ে গেল তার জীবনে? তাহল অ্যালেক্সন্ড্রা একটি অ্যাপ তৈরি করেছেন আর ওই অ্যাপের ব্যবসায়িক মুনাফাতেই ধনকুবের হয়েছেন ১৯ বছরেরে বুদ্ধিমতী সুন্দরী।

এর আগেও মার্ক জুকেরবার্গের ফেসবুক ম্যাজিকের সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। তামাম দুনিয়ার ধনকুবেরদের তালিকায় ১৬ নম্বর থেকে ৬ নম্বরে উঠে এসছেন ফেসবুকের এই সিইও। স্ন্যাপচ্যাটের কর্ণধারের গল্পটাও এমনই। এবার সেই তালিকায় নতুন নাম অ্যালেক্সন্ড্রা অ্যান্ডারসন।
০২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে