সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ০১:৫১:১৯

যা করলে সম্পূর্ণ সুরক্ষিত থাকবে আপনার ফেসবুক প্রোফাইল

যা করলে সম্পূর্ণ সুরক্ষিত থাকবে আপনার ফেসবুক প্রোফাইল

এক্সক্লুসিভ ডেস্ক : ফেসবুক শুধু যোগাযোগের মাধ্যম নয়, ব্যক্তিগত তথ্যের ভান্ডারও বটে। প্রোফাইল সুরক্ষিত না থাকলে হ্যাকিং, পরিচয় চুরি ও তথ্যের অপব্যবহার ঘটতে পারে। তাই কিছু সহজ কিন্তু কার্যকর পদক্ষেপ নিয়ে আপনি আপনার ফেসবুক প্রোফাইলকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে পারেন।

১. শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন

বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা ও বিশেষ চিহ্ন মিশিয়ে পাসওয়ার্ড তৈরি করুন।

জন্মতারিখ বা মোবাইল নম্বরের মতো সহজ পাসওয়ার্ড ব্যবহার করবেন না।

২. টু-ফ্যাক্টর অথেন্টিকেশন (2FA) চালু করুন

লগইনের সময় পাসওয়ার্ড ছাড়াও ফোনে আসা কোড দিতে হবে।

Settings → Security and Login → Two-Factor Authentication থেকে সক্রিয় করুন।

৩. লগইন অ্যালার্ট চালু রাখুন

কেউ আপনার অ্যাকাউন্টে নতুন ডিভাইস থেকে লগইন করলে নোটিফিকেশন পাবেন।

Settings → Security and Login → Get alerts about unrecognized logins এ গিয়ে চালু করুন।

৪. প্রোফাইল তথ্য সীমিত করুন

ফোন নম্বর, ইমেইল, ঠিকানা ইত্যাদি ‘Only Me’ বা ‘Friends’ ভিউতে রাখুন।

অজানা ব্যক্তিদের জন্য প্রোফাইল তথ্য দৃশ্যমান না রাখাই ভালো।

৫. প্রাইভেসি সেটিংস আপডেট করুন

Settings → Privacy থেকে কে আপনার পোস্ট, বন্ধু তালিকা ও ট্যাগ দেখতে পাবে, তা নিয়ন্ত্রণ করুন।

৬. টাইমলাইন কন্ট্রোল ব্যবহার করুন

কে আপনার টাইমলাইনে পোস্ট করতে পারবে বা ট্যাগ করতে পারবে, তা নির্ধারণ করুন।

Settings → Profile and Tagging এ গিয়ে নিয়ন্ত্রণ করুন।

৭. পাবলিক পোস্টের সীমাবদ্ধতা দিন

যদি পোস্ট শুধুমাত্র বন্ধুদের জন্য হয়, তাহলে সেটি ‘Friends’ ভিউতে রাখুন।

অজানা লোকদের জন্য মন্তব্যের অনুমতি বন্ধ রাখুন।

৮. সন্দেহজনক লিংক এড়িয়ে চলুন

ইনবক্সে বা পোস্টে আসা অপরিচিত লিংকে ক্লিক করবেন না।

এগুলোর মাধ্যমে ফিশিং অ্যাটাক হতে পারে।

৯. অ্যাপ ও ওয়েবসাইট পারমিশন চেক করুন

যেসব থার্ড-পার্টি অ্যাপ আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগইন করেছে, নিয়মিত পর্যালোচনা করুন।

অপ্রয়োজনীয় অ্যাপ মুছে ফেলুন।

১০. নিয়মিত অ্যাক্টিভিটি লগ পরীক্ষা করুন

কে আপনার পোস্টে লাইক, কমেন্ট বা ট্যাগ করছে তা দেখুন।

কোনো অস্বাভাবিক কার্যকলাপ দেখলে পাসওয়ার্ড পরিবর্তন করুন।

ফেসবুক প্রোফাইল সুরক্ষা কেবল ব্যক্তিগত নিরাপত্তার জন্যই নয়, অনলাইনে বিশ্বাসযোগ্য উপস্থিতি বজায় রাখার জন্যও জরুরি। কয়েকটি সহজ সেটিংস ও সচেতনতা আপনাকে হ্যাকিং ও তথ্য চুরির ঝুঁকি থেকে রক্ষা করতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে