বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ০৬:২৭:৫৯

যা করলে পুরোনো লাইনেই বাড়বে ইন্টারনেটের স্পিড

যা করলে পুরোনো লাইনেই বাড়বে ইন্টারনেটের স্পিড

এক্সক্লুসিভ ডেস্ক : আমাদের জীবনে এখন ইন্টারনেটের প্রয়োজনীয়তা ও ব্যবহার কাজের জায়গার অনেকটাই দখল করে নিয়েছে। কিন্তু অনেক টাকা দিয়ে হাই-স্পিড ইন্টারনেটের কানেকশন নেওয়ার পরও যখন বাড়িতে বা অফিসে ঠিকমতো স্পিড পাওয়া যায় না, এটা সত্যি বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।

বিশেষজ্ঞরা বলেন, কম স্পিডের জন্য ইন্টারনেট প্রোভাইডারের দোষ না দিয়ে আগে এই কাজগুলো করে দেখুন

• ইন্টারনেটে গতি বাড়াতে রাউটারের ফ্রিকোয়েন্সি ৫ গিগাহার্টজ রাখুন

• রাউটারের ওপর নজর দিন রাউটারটিতে যেন লেটেস্ট ফার্মওয়্যার থাকে

• রাউটারটিকে দেয়ালের কাছে না রেখে দূরে খোলা জায়গায় রাখুন

• বদ্ধ জায়গায় রাখলে ইন্টারনেটের গতি কমে যেতে পারে

• ভালো গতি পেতে ওয়াই-ফাই রাউটার মোবাইল ফোন, রেডিও ও টেলিভিশনের পাশে রাখবেন না

• নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশনের সেটিংসে গিয়ে ব্যান্ডউইডথ ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারেন

যদি সব কিছু করার পরও ভালো গতি না পান, তবে পুরোনো ওয়াই-ফাই বদলে নতুন ওয়াই-ফাই নিতে পারেন। বাজারে ৮০০ থেকে এক হাজার টাকার ভেতরেই ওয়াই-ফাই রাউটার কিনতে পাওয়া যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে