বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ১১:২৭:৩৩

আপনিও কী পাম্পে গিয়ে ৩০০ টাকার পেট্রোল ভরান? ভুলটি এখানেই!

আপনিও কী পাম্পে গিয়ে ৩০০ টাকার পেট্রোল ভরান? ভুলটি এখানেই!

এক্সক্লুসিভ ডেস্ক : দেশজুড়ে পেট্রোল পাম্পে প্রতারণার ঘটনা নতুন নয়। বহু জায়গায় গ্রাহকদের সঙ্গে চাতুর্যের মাধ্যমে কম জ্বালানি দিয়ে বেশি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। ফলে ক্রেতারা যেমন সতর্ক হচ্ছেন, তেমনি প্রতারকরাও খুঁজে নিচ্ছেন নতুন কৌশল। তাই গাড়ি, বাইকে তেল ভরাতে গেলে কিছু বিষয় মেনে চলা জরুরি, নইলে অজান্তেই বড় ধরনের ঠকবাজির শিকার হতে পারেন।

কীভাবে প্রতারণা হয়?

অনেক সময় পাম্পকর্মীরা ফুয়েল মিটার শূন্যে সেট করার ভান করেন, কিন্তু আসলে আগের ভলিউম থেকেই জ্বালানি দেওয়া শুরু হয়। এতে কম তেল মিললেও গ্রাহককে বেশি টাকা দিতে হয়। আবার অনেক সময় নির্দিষ্ট টাকার বিনিময়ে (যেমন ৫০০ বা ১০০০ টাকা) জ্বালানি দেওয়ার ক্ষেত্রে পরিমাণ ইচ্ছে করেই কম রাখা হয়।

প্রতারিত হওয়া এড়াতে করণীয়
তেল ভরার আগে ফুয়েল ডিসপেনসারের মিটার শূন্যে আছে কি না নিশ্চিত করুন।

যদি মিটার শূন্য না থাকে, পাম্পকর্মীকে সঙ্গে সঙ্গে রিসেট করতে বলুন।

নির্দিষ্ট গোল টাকার পরিবর্তে (যেমন ৫০০ বা ১০০০) বিজোড় অঙ্কে জ্বালানি কিনুন—যেমন ৫৭৫ টাকা বা ১৩৫৫ টাকা। এতে প্রতারণার সুযোগ কমে যায়।

পুরো ভরার প্রক্রিয়া চোখে দেখুন এবং সম্ভব হলে ভিডিও করে রাখুন।

আপনার কষ্টার্জিত অর্থের বিনিময়ে সঠিক পরিমাণ জ্বালানি পাওয়া আপনার অধিকার। তাই গাড়িতে পেট্রোল বা ডিজেল ভরানোর সময় সতর্ক থাকুন—প্রতারকরা সুযোগ নিতে যেন না পারে।

 

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে