বৃহস্পতিবার, ০৩ মার্চ, ২০১৬, ০৭:৫১:৩০

১ টাকার দাম এখন ১০ টাকা!

১ টাকার দাম এখন ১০ টাকা!

এক্সক্লুসিভ ডেস্ক : ১ টাকা বর্তমান সময়ের জন্য মনে হয় অনেক অকেজো একটি নোট! কারণ এক টাকা এখন ফকিরকে দিলেও নিতে চায় না। তাহলে ১ টাকার আর কি বা মু্ল্য রয়েছে? তার মধ্যে আবার এই এক টাকার নোট ছাপাতে সরকারের খরচ হয়ে থাকে প্রায় ১টাকা ১৪ পয়সার মত। তবে এত হতাশার মাঝেও একটি ছোট খুশির সংবাদ দেয়া যেতে পারে। আর তা হল একটার সেই নোটটি কিনতে লাগে ১০ টাকা। তবে একটাকা কিনতে এখন ভারতের লেকদেরকে এমনই সব ঝামেলা পোহাতে হচ্ছে।

জানা যায়, ১ টাকা এত দামী! হ্যাঁ। এতটাই দামী। ১ টাকার একটার একটি বান্ডেল যাতে ১০০টি করকরে নোট থাকবে, আর সেটা কিনতে হলে আপনাকে দিতে হবে ১০০০ টাকা। বাজারে এটাই চলছে। দামাদামি করলে সেটা হয়ত একটু কমেও নিতে পারেন। তাও সেটা ৭০০-এর নিচে যাবে না। অর্থাৎ, ১ টাকার মূল্য যা দাঁড়াল তা প্রায় ১০ গুণ, ১০ টাকা।

অনেক মানুষ আছেন, যারা পুরোন কিংবা নতুন নানান ধরনের নানান দেশের মুদ্রা সংগ্রহ করতে ভালবাসেন। মুদ্রা সংগ্রহ একটা মারাত্মক নেশা। প্যাশনও বটে। এই নেশা যাদের আছে, তাদের কাছে অর্থ দিয়ে অর্থের মূল্য করলে বোকা বোকাই মনে হয়। কিন্তু প্যাশনের কি আর আর্থিক মূল্য হয়? একেবারেই হয় না। এক টাকার ভারতীয় নোট, যা আর বিশেষ একটা ছাপায় না সরকার।

সরকার তা না ছাপনোর কারণ, যে কাগজ, কালি, এবং সময়ের প্রয়োজন তার সব কিছু দিয়ে এক টাকার নোট তৈরি করতে গেলে, তা এক টাকার মূল্যের সঙ্গে 'পরতায় পোষায় না' (১টাকার নোট ছাপাতে খরচ হয়ে যায় প্রায় ১টাকা ১৪ পয়সার মত)। এখন যে নোটগুলি ট্যাঁকশাল থেকে আসছে তা বাজারেও তেমন পাওয়া যায় না। এই নোট সংগ্রহ করতে তাই ১ টাকার জন্য দিতে হবে ১০ টাকা।
০৩ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে