এক্সক্লুসিভ ডেস্ক : বিশ্বব্যাপী আলোচিত মহাজাগতিক ঘটনা সূর্যগ্রহণ নিয়ে গুগল যুক্ত করেছে এক অভিনব ইন্টারঅ্যাকটিভ ফিচার। এখন থেকে ব্যবহারকারীরা যখন গুগলে “সূর্যগ্রহণ” (Solar Eclipse) লিখে সার্চ করবেন, তখন স্ক্রিনজুড়ে তৈরি হবে অন্ধকারের আবহ, যেন বাস্তবেই গ্রহণ শুরু হয়েছে।
এই ফিচারে দেখা যায়, সূর্য ধীরে ধীরে চাঁদের আড়ালে ঢেকে যাচ্ছে এবং সার্চ পেজে ছড়িয়ে পড়ছে সূর্যগ্রহণের অনুভূতি। কিছুক্ষণ পর আবার সূর্যের আলো ফিরে আসতে শুরু করে। ব্যবহারকারীরা চাইলে মাউস ক্লিক বা স্ক্রিন টাচ করে অন্ধকার দূর করতে পারবেন। ফলে এটি শুধু তথ্য জানার মাধ্যম নয়, বরং এক রোমাঞ্চকর ডিজিটাল অভিজ্ঞতা।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এ ধরনের ফিচার ব্যবহারকারীদের মহাজাগতিক ঘটনায় আরও আগ্রহী করে তোলে এবং সার্চ প্ল্যাটফর্মকে আকর্ষণীয় করে। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে এটি কেবল একটি সার্চ নয়, বরং এক ধরনের ডিজিটাল এক্সপেরিয়েন্স।
উল্লেখ্য, সূর্যগ্রহণ সব সময় পৃথিবীর সর্বত্র দৃশ্যমান হয় না। তাই যেসব অঞ্চলে সরাসরি দেখা সম্ভব নয়, সেখানে বসে গুগলের এই বিশেষ ফিচারের মাধ্যমে গ্রহণের অনুভূতি উপভোগ করা যাবে।