বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:২৭:২৮

বর্তমানে পাখির দাঁত নেই কেন?

বর্তমানে পাখির দাঁত নেই কেন?

এক্সক্লুসিভ ডেস্ক : বর্তমানের পাখির দাঁত নেই কেন? প্রাচীন পাখি আর্কিওপটেরিক্সের দাঁত ছিল। জীবাশ্ম দেখে এমনটা জানা যায়। অথচ যেসব পাখি রয়েছে আমাদের পৃথিবীতে সেগুলোর দাঁত নেই। নতুন এক গবেষণা থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, প্রায় ১১৬ মিলিয়ন বছর আগে পাখিরা দাঁতহীন হয়ে যায়।

তার দাঁত ছিলো ১৮৬১ সালে আর্কিওপটেরিক্সের জীবাশ্ম আবিষ্কৃত দেখা যায় হবার পর। কিন্তু এই দাঁত একটা সময়ে হারিয়ে যায়। এখন আমরা যত পাখি দেখি, তাদের পূর্বপুরুষ ছিলো একই এমটাই ধারণা করা হয়। তবে সেই পূর্বপুরুষ তার দাঁত তৈরি করার ক্ষমতা হারিয়ে ফেলে।

৪৮ প্রজাতির পাখির জিন নিয়ে গবেষণাটি করা হয়। মূলত দাঁত তৈরি করার ছয়টি জিনের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। দেখা যায়, এই সব পাখিতে একই ধরনের মিউটেশন ঘটে, যার কারণে দাঁতের এনামেল এবং ডেন্টিন তৈরির জিন অকার্যকর হয়ে যায়। এই মিউটেশনের ওপর ভিত্তি করে ধারণা করা হচ্ছে, আজ থেকে প্রায় ১১৬ বছর আগে পাখিদের সেই পূর্বপুরুষ তার দাঁতের এনামেল ক্যাপ হারিয়ে ফেলে, আর সেই সময়েই পাখির শক্ত ঠোঁট দেখা দেয়। ঠোঁট দিয়েই পাখি দাঁতের কাজ করে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে