শুক্রবার, ০৪ মার্চ, ২০১৬, ০১:৪১:৩৫

৪৭ বারের মত দশম শ্রেণীর পরীক্ষার্থী শিবচরণ, পাস করলে বিয়ে করবেন

৪৭ বারের মত দশম শ্রেণীর পরীক্ষার্থী শিবচরণ, পাস করলে বিয়ে করবেন

এক্সক্লুসিভ ডেস্ক : শিবচরণ ‌যাদবের বয়স এখন ৭৭ বছর। রাজস্থানের আলওয়াড়ের খোহরি গ্রামের বাসিন্দা। এই বয়সে তিনি দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় বসেছেন। তবে এবারসহ একই ক্লাসে তিনি ৪৭ বারের মত পরীক্ষা দিচ্ছেন! অবাক হচ্ছেন? অবাক হলেও এটাই সত্যি। তাহলে বুঝে দেখুন তিনিই বিশ্বের সর্বশ্রেষ্ঠ আদু ভাই কিনা?

তবে মজার বিষয় হচ্ছে, দশম শ্রেণীর বোর্ডের পরীক্ষায় এতবার বসেছেন কিন্তু এখনও সফল হতে পারেননি। তাই বলে হার মেনে যাবেন শিবচরণ? না, কিছুতেই তিনি হার মানার পাত্র নন। পরীক্ষায় পাস করলে একটা বিয়ে করবেন বলেও জানিয়েছেন শিবচরণ বাবু। আগামী ১০ মার্চ শুরু হচ্ছে রাজস্থান সেকেন্ডারি বোর্ডের পরীক্ষা। শিবচরণের আশা এবার তিনি পাস করে ‌যাবেন।

টাইমস অব ইন্ডিয়াকে শিবচরণ জানিয়েছেন, ১৯৬৮ সালে প্রথমবার তিনি বোর্ডের পরীক্ষায় বসেন। প্রতিবারেই অদ্ভুত সব ঘটনা ঘটে। অধিকাংশ বিষয়ে পাস করেন তো অন্য কোনও একটি বিষয়ে ফেল করে ‌যান। কোনও বার হিন্দিতে পাস করেন তো অংকে ফেল করে ‌যান। এই জিনিস চলছে গত ৪৭ বছর ধরে।

১৯৯৫ সালে তার সামনে এক বড়সড় সু‌যোগ ছিল। অধিকাংশ বিষয়ে পাস করেছিলেন কিন্তু ফেল করে ‌যান অংকে। এইবার পাস করার জন্য অনেক খেটেছেন শিবচরণ। টিউিশন নিয়েছেন স্কুল শিক্ষকদের কাছে। বোর্ডের পরীক্ষায় পাস করতে না পারলে নিশ্চিন্তে মরতে পারবেন না বলে জানিয়েছেন শিবচরণ বাবু। শিবচরণের নাছোড়বান্দা জেদ দেখে গ্রামের অনেকেই তাকে নিয়ে হাসাহাসি করেন। অনেকে আবার প্রশংসাও করেন।

গ্রামের অনেকের বক্তব্য, শিবচরণ ‌যদি চাইতেন তাহলে টাকা খরচ করে একটা সার্টিফিকেট ম্যানেজ করে ফেলতে পারতেন। কিন্তু তা তিনি করেননি। এ নিয়ে গ্রামের অনেকই তার সুনাম করেন। পাস করলে কী করবেন শিবচরণ? জানিয়েছেন, পাস করলে তিনি একটা বিয়ে করবেন।
৪ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে