শুক্রবার, ০৪ মার্চ, ২০১৬, ০৭:২৪:৫২

জন্মের সময়ই শিশুটির বয়স ১২ বছর!

জন্মের সময়ই শিশুটির বয়স ১২ বছর!

এক্সক্লুসিভ ডেস্ক : ১২ বছর আগে শীতঘুমে পাঠানো হয়েছিল। অবশেষে এক যুগ পরে বাবা-মা-এর ইচ্ছেতে আলোর মুখ দেখল এক টেস্ট টিউব বেবি। বিশ্বের এটাই সবচেয়ে দীর্ঘসময়ের টেস্ট টিউব বেবি।

২০০৩ সালে জিংহুয়া প্রদেশে এক চীনা দম্পতি এই টেস্ট টিউব বেবি জন্মের সিদ্ধান্ত নেন। সে সময়ে ওই দম্পতির প্রয়োজনীয় উপাদান থেকে ১২টি এমব্রায়ো তৈরি করেন চিকিৎসকরা।

কিন্তু, চীনের আইনে তখন এক দম্পতির এক সন্তানের ব্যবস্থা থাকায় বাকি এমব্রায়োগুলি সংরক্ষণ করা হয়। সম্প্রতি চীন সরকার দুই সন্তানের আইন করায় ওই দম্পতি সংরক্ষিত করা এমব্রায়ো থেকে আরো একটি টেস্ট টিউব বেবির জন্মের সিদ্ধান্ত নেন।

উল্লেখ্য, এর আগে, সাবেক বিশ্বসুন্দরী ডায়না হেডেনও এভাবে ৮ বছর ধরে এমব্রায়ো সংরক্ষণের পর সন্তানের জন্ম দিয়েছিলেন।
০8 মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে