শুক্রবার, ০৪ মার্চ, ২০১৬, ০৯:২৮:১২

চলতি সপ্তাহে পূর্ণ সূর্যগ্রহণ, জেনে নিন কোন দিন

চলতি সপ্তাহে পূর্ণ সূর্যগ্রহণ, জেনে নিন কোন দিন

ক্সক্লুসিভ ডেস্ক : ঠিক এক বছরের মাথায় ফের পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব। প্রতি বছরই হয়ে থাকে এই গ্রহণ। আর সেই ধারাবাহিকতায় এবার ২০১৬ সালের মার্চ মাসেই হবে এই গ্রহণ। আগামী ৯ মার্চ দেখা যাবে পূর্ণ সূর্যগ্রহণ। বাংলাদেশের প্রায় বেশির ভাগ জায়গা-ই সাক্ষী থাকবে এই সূর্য গ্রহণের। তবে কিছু কিছু জায়গায় খুবই আংশিক ভাবে দেখা যাবে এই গ্রহণ।

৯ মার্চ সকাল ৬টা ১৭ মিনিট থেকে শুরু হবে পূর্ণ গ্রহণ এবং স্থায়ী হবে ৯ টা ৩৮ মিনিট পর্যন্ত। এর পর আরো কিছুক্ষণ দেখা যাবে আংশিক সূর্য গ্রহণ। আংশিক গ্রহণ শেষ হবে ১০ টা ৩৫ মিনিটে। বাংলাদেশের বেশির ভাগ জায়গাতেই আংশিক গ্রহণ শুরু হবে সূর্যোদয়ের আগে। পরবর্তী সূর্যগ্রহণের জন্য অপেক্ষা করতে হবে এক বছরেরও বেশি সময়। পরের পূর্ণগ্রাস সূর্যগ্রহ্ণ হবে ২১ আগস্ট, ২০১৭।
০৪ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে