বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ০৯:৫৭:৫৬

জানেন প্রতিদিন একই পোশাক কেন পরেন সফল ব্যক্তিরা?

জানেন প্রতিদিন একই পোশাক কেন পরেন সফল ব্যক্তিরা?

এক্সক্লুসিভ ডেস্ক : আপনি কি খেয়াল করেছেন— অনেক সফল ব্যক্তি প্রতিদিন প্রায় একই পোশাক পরেন? স্টিভ জবসের কালো টার্টলনেক, মার্ক জাকারবার্গের ধূসর টি-শার্ট বা বারাক ওবামার নীল-ধূসর স্যুট— এই অভ্যাসের পেছনে আছে বিশেষ কিছু কারণ। পেশাগত প্রয়োজন ছাড়া তারা পোশাকের ধরনে খুব একটা পরিবর্তন আনেন না। কেন জানেন?

মার্ক জাকারবার্গ একবার বলেছিলেন, প্রতিদিন কী পরবেন তা নিয়ে ভাবতে না হলে মস্তিষ্কের অনেকটা চাপ কমে যায়। সিদ্ধান্ত নেওয়ার শক্তি সীমিত— তাই তিনি সেটি গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করতে চান।

প্রতিদিন আলাদা পোশাক বেছে নিতে গিয়ে অনেকেই অযথা সময় নষ্ট করেন। কিন্তু একই ধরনের পোশাক থাকলে সেই সিদ্ধান্ত নেওয়ার ঝামেলাই থাকে না। ফলে সকালে প্রস্তুত হতে সময় কম লাগে, আর কাজের দিকে মনোযোগ বাড়ে।

নানা ধরনের পোশাক কেনা মানেই বাড়তি খরচ। নির্দিষ্ট পোশাকের ধরন বেছে নিলে কেনাকাটার প্রয়োজনও কমে যায়। এতে অর্থ সাশ্রয় হয়, আর অপ্রয়োজনীয় ব্যয়ও কমে।

একই স্টাইল বজায় রাখলে পোশাকের মান নিয়েও সচেতন হওয়া যায়। তাই সফল ব্যক্তিরা সাধারণত নির্ভরযোগ্য ব্র্যান্ড বেছে নেন— যাতে পোশাক আরামদায়ক, টেকসই ও মানসম্মত হয়।

একই পোশাক পরা অনেক সময় একধরনের ‘সিগনেচার লুক’ হয়ে ওঠে। এতে ব্যক্তিত্ব স্পষ্ট হয়, মানুষ সহজেই চিনে ফেলে, এবং এক অনন্য ভাবমূর্তি গড়ে ওঠে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে