বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৪৪:০৬

সাপের ফ্যাক্টরি!

সাপের ফ্যাক্টরি!

এক্সক্লুসিভ ডেস্ক : কত কিছুর না ফ্যাক্টরি থাকে। কিন্তু সাপের ফ্যাক্টারির কথা একবারেই যেনো বেমানান। কেউ দেখলে গা ঘিনঘিন করার কথা। যারা সাপ না দেখে অভ্যস্ত তাদের চিৎকার দেয়ারই কথা।

ইন্দোনেশিয়ায় এমনই এক সাপ কসাইখানার হেড অফিস। এ কারখানায় প্রধান কাঁচামাল হলো সাপ। সাপকে এখানে বিভিন্ন কায়দায় মেরে উৎপাদন যোগ্য করে তোলা হয়। সাপের চামড়া দিয়ে তৈরি হয় হ্যান্ডব্যাগ, জুতো।

বৈজ্ঞানিক কোনো পন্থায় নয়, খুবই নির্মমভাবে সরীসৃপগুলোকে হত্যা করা হয়। চাহিদা যত বাড়ছে, সাপ মারাও তত বৃদ্ধি পাচ্ছে। সাপের চামড়া সংগ্রহ ও প্রক্রিয়াকরণের অন্যতম একটি গ্রাম দেশটির কিরেবন।  

প্রথমে একটি ভারী ছুরি দিয়ে সাপের মাথায় আঘাত করা হয়। এরপর তার মুখে হোজ পাইপ ঢুকিয়ে জল ভরে ফোলানো হয়। তারপর চামড়াটি টেনে বের করা হয়।

শুরু হয় চামড়া প্রক্রিয়াকরণের নানা পন্থা। তবে সাপের মাংসও ফেলনার নয়। চর্মরোগ ও হাঁপানির জন্য সাপের মাংস বেশ উপকারী বলে মনে করেন স্থানীয়রা।

সাপের চামড়ায় তৈরি ব্যাগের দাম ১৫ মার্কিন ডলার থেকে ৩০ ডলার। তবে পাশ্চাত্যের ফ্যাশন হাউজগুলোতে এর দাম পড়ে প্রায় ৪ হাজার মার্কিন ডলার।  সূত্র : জি নিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে