এক্সক্লুসিভ ডেস্ক : এক বসাতে ৪০ মিনিটে ১৬০ ডিম খেয়ে রেকর্ড গড়েছেন চীনা এক ব্যক্তি। ইজহুং নামে ওই ব্যক্তি
খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে রেস্টুরেন্টে বসে মঙ্গলবার ডিমগুলো খেয়ে ফেলেন।
অবশ্য ডিমগুলো খেতে ৪০ মিনিটেরও কম সময় লেগেছে তার।
এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
বার্তা সংস্থাটি জানিয়েছে, প্রতিবছরের ন্যায় এবারো বড়দিন উপলক্ষে একটি খাবার প্রতিযোগিতার আয়োজন করে চীনের হুনান প্রদেশের একটি হোটেল।
ওই অনুষ্ঠানে এক বসাতেই পান ইজহুং নামের ৪৬ বছর বয়সী ১৫০টি কোয়েলের ও ১০টি মুরগির ডিম খেয়ে ফেলেন।
পরে গণমাধ্যমকে ইজহুং জানান, তিনি সুস্থ আছেন এবং ভবিষ্যতে আরো বেশি ডিম খাওয়ার চিন্তা-ভাবনা করছেন।
পান ইজহুং বলেন, এক বসায় ১৬০টি ডিম খেয়ে ক্লান্ত হয়ে পড়ছিলাম। এর বেশি কিছু হয়নি। খাদক হিসেবে শুধু ডিম নয়; তিনি সব ধরনের খাবার খাওয়ার যোগ্যতার প্রমাণ দিতে চান।