শনিবার, ০৫ মার্চ, ২০১৬, ০৫:১৪:২৪

চেনা সুইমিং পুলে অচেনা কুমির!

চেনা সুইমিং পুলে অচেনা কুমির!

এক্সক্লুসিভ ডেস্ক : অনেদিন থেকেই ছোট্ট একটি ইচ্ছা মনের ঘরে উকিঝুঁকি চালিয়ে যাচ্ছে একটি সুন্দর বাড়ি তৈরির। কিন্তু অনেক কারণেই তা আর হয়ে উঠছেনা। অবশেষে অনেক খড়কুটা পুড়িয়ে একটি বাড়ি তৈরি করা হল। তার সাথে বাড়ির সামনে তৈরি হল একটি ছোট্ট সুইমিং পুল।

সেখানে মনের আন্দের সাঁতার কাটবো বলে। কিন্তু সাঁতার কাটতে গিয়ে আচমকাই ঘটে গেল একক অঘটন। কেউ একজন পানির ভেতর খুব দাপিয়ে বেড়াচ্ছে। এই দেখেই মেজাজ খারাপ। কার এত বড় সাহস আমার সুইমিং পুলে আমার অনুমতি ছাড়াই সাঁতার কাটছে!

কে করছে এমন কাজ? সেটা দেখতে গিয়ে আপনি যদি দেখেন যে, আপনারই সুইমিং পুলের ভিতরে মহানন্দে সাঁতার কাটছে এক ৯ ফুট লম্বা ইয়া বড় শরীরের একটি কুমির! তখনি আর আপনার মাথা ঠিক থাকার কথা? একবার চিন্তা করে দেখেন তো কেমন লাগবে তখন আপনার?

আপনার যেমনই লাগুক, তবে এই ঘটনা সত্যিই ঘটেছে ফ্লোরিডার এক বাসিন্দার সঙ্গে। তিনি তার পরিবারের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে দেখেন, তার আগেই নেমে পড়েছে কেউ একজন। আর দেখতে গিয়েই চোখে পড়ে ভিতরে সাঁতার কাটছে ৯ ফুট লম্বা এক কুমির!
০৫ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে