শনিবার, ০৫ মার্চ, ২০১৬, ০৫:৫৭:৪৭

অবাক কাণ্ড! মৃত্যু নিয়ে প্রতিদিনই খেলছেন এই বৃদ্ধ

অবাক কাণ্ড! মৃত্যু নিয়ে প্রতিদিনই খেলছেন এই বৃদ্ধ

এক্সক্লুসিভ ডেস্ক : বিচিত্র পৃথিবী। বিচিত্র মানুষ। তার চেয়েও আরও বিচিত্র মানুষের মন ও তার খেয়াল খুশি। কিন্তু এক বৃদ্ধের এ কেমন নেশা! এ কেমন শখ তার? যা যে কাউকেই হতবাক করে।

সম্প্রতি ইন্টারনেটে সাদা পোশাকের এক বৃদ্ধের একটি ভিডিও প্রকাশ হয়েছে। যে খানে দেখা গেছে, বৃদ্ধটি প্রতিদিনই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তিনি স্বেচ্ছায় মৃত্যুকে আহ্বান করছেন আবার মৃত্যুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি বেঁচে যাচ্ছেন! কিভাবে?

ভিডিওটিতে দেখা গেছে, সাদা পোষাকের ওই বৃদ্ধ চলন্ত ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়েন। এক হাতের মধ্যে চলন্ত ট্রেন শব্দ করতে করতে ধেয়ে আসে। সেই বৃদ্ধ লাঠি উঁচিয়ে আহ্বান করেন মৃত্যুকে। সমীপাগত মৃত্যু। এমন সময়ে সেই বৃদ্ধ মানুষটি মৃত্যু-সদৃশ ট্রেনের গতিপথ থেকে তড়িৎগতিতে সরে যান। সেই দৃশ্য দেখেন পথচারী মানুষ। অবাক হয়ে যান তারা। মৃত্যু কখন পায়ের ভৃত্য, অক্ষরে অক্ষরে টের পান প্রত্যক্ষদর্শীরা।
৫ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে