বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:১২:০৫

যে বানর মানুষকেও হার মানাল মহত্ত্বে

যে বানর মানুষকেও হার মানাল মহত্ত্বে

আন্তর্জাতিক ডেস্ক : পৃথিবী এখনো টিকে আছে প্রেমের ওপর। প্রেম যদি না থাকত তবে জগৎ-সংসার এতদিনে ধ্বংস হয়ে যেত। সৃষ্টির সেরা জীব বলে মানুষ নিজেকে যে বড়াই করে তা কি এখন আর মানুষের আছে?

মানুষ নৃশংস হয়ে উঠেছে। কিন্তু যে গুণ মানুষের থাকার কথা তা যদি বানরের মধ্যে দেখি, আমরা তো আশ্চর্য হবই।

শনিবার ভারতের কানপুর রেলস্টেশনে একটি ঘটনা ঘটে। লাফালাফি করতে করতে এক তড়িৎবাহী তারের ওপর গিয়ে পড়ে এক চঞ্চল বানর। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সঙ্গে সঙ্গে সে জ্ঞান হারিয়ে নিচে পড়ে যায়। তাকে বাঁচাতে এগিয়ে আসে কাছাকাছি থাকা অন্য আরেকটি বানর।

সঙ্গীকে সারিয়ে তুলতে একটানা ২০ মিনিট ধরে চেষ্টা চালায় সে। অচেতন বানটিকে জাগিয়ে তুলতে একে দু’হাতে আঘাত করতে থাকে। বার বার কামড়ানো, আঁচড়ানো এবং ঝাঁকাঝাঁকির পরও জ্ঞান ফেরে না তার।

তখন অচেতন বানরটিকে খোলা নর্দমার নোংরা জলে ছুঁড়ে ফেলে দেয় সে। কী ভাবছেন, বিরক্ত হয়ে সঙ্গীকে ফেলে চলে যাচ্ছে সে। আরে না। গল্প আরো আছেন, শুনুন সবটা। নর্দমায় ফেলা দেয়ার ব্যাপারটা আসলে পরিচর্যার একটি কৌশল।

পানিতে ফেলার পরও থেমে থাকে না শুশ্রূষা। বারবার মাথা আর শরীর ভিজিয়ে দিতে থাকে। অবশেষে সঙ্গী বানরের ভালোবাসার কাছে হার মানে আজরাইল।

চোখ খুলে তাকায় আহত বানরটি। এ অদ্ভূত দৃশ্যের সাক্ষী হয়ে আছেন কানপুর রেলস্টেশনের অসংখ্য যাত্রী। এ প্রেম কি মানুষের মহত্ত্বকেও ছাড়িয়ে যায় না ?

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে