বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৩০:১৫

গুলির বেগে চলবে ট্রেন!

গুলির বেগে চলবে ট্রেন!

এক্সক্লুসিভ ডেস্ক : দেখতে অনেকটা পাইপের মতো। কিন্তু চলে গুলির বেগে। ট্রেনে চড়ে বসলে লস এঞ্জেলস থেকে সান ফ্রানসিস্কো (যার দূরত্ব ৩৮১ মাইল) যেতে লাগবে মাত্র আধঘণ্টা।

রেলটির নাম দেয়া হয়েছে ‘সুপার টিউব’। গতিবেগ প্রতি ঘণ্টায় ৭৬০ মাইল। অবিশ্বাস্য মনে হলেও ঘটনা কিন্তু তাই।

ভবিষ্যতের দ্রুতগামী যান দেখতে কেমন হবে তার একটি রূপরেখা প্রকাশ্যে এনেছেন ইলন মাস্ক। পে প্যাল-এর মতো অনলাইন পেমেন্ট সিস্টেমের আবিষ্কর্তা ইলন।

তার মস্তিষ্কপ্রসূত নয়া এই ট্রেন যাত্রীদের নিয়ে ছুটবে না, কার্যত গুলির বেগে ‘শ্যুট’ করবে। শব্দের বেগে ছুটবে এই ট্রেন। ইলনের দাবি, তার নয়া চমক ‘সোলার পাওয়ার হাইপারলুপ’ যাত্রী পরিবহনে নয়াদিগন্ত খুলে খুলে দেবে।

নিজের ডিজাইনকে বাস্তব রূপ দিত একটি সংস্থাও খুলেছেন ইলন। হাইপারলুপ ট্রান্সপোর্টেশন টেকনোলজি নামের এ সংস্থায় বর্তমানে প্রায় ১০০ জন ইঞ্জিনিয়ার কর্মরত।

যাদের তুলে আনা হয়েছে নাসা, ইয়াহু, এয়ারবাসের মতো নামকরা সংস্থা থেকে। ২০১৫-এর মধ্যে নয়া এই ট্রেনের কাজ শেষ করা যাবে বলে আশা প্রকাশ করেছেন সংস্থার সিইও ডির্ক অ্যালবর্ন। সূত্র : ইন্টারনেট

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে