এক্সক্লুসিভ ডেস্ক : বিচিত্র এই পৃথিবীতে বিচিত্র সব মানুষ। হরেক রকমের মানুষের ভিড়ে এক রকমের মানুষ প্রায়ই দেখতে পাবেন, যারা কিনা কাউকেই ভালো বলেন না। এরা মারাত্মক রকমের ছিদ্রান্বেষী এবং সবকিছুতে বা সবার মাঝেই সমস্যা দেখতে পান। এই মানুষগুলো মারাত্মক ধরণের হয়, কেননা কারো দোষ খুঁজে না পেলে দোষ বের করে তারা সমালোচনা করেন। শুধু তাই নয়, সেই সমালোচনা বেশিরভাগ ক্ষেত্রেই হয় অন্যের কাছে গিয়ে গীবত করা ধরণের।
আমাদের সবার চারপাশেই আছে এমন কেউ না কেউ। পরিবারে, অফিসে, বন্ধু মহলে ইত্যাদি সব ক্ষেত্রেই এমন মানুষদের মুখোমুখি হতে হয় আমাদের। নিজেকে ঝামেলা মুক্ত রাখতে কেমন আচরণ করবেন এই ধরণের মানুষদের সাথে?
১) প্রথমেই মনে রাখুন, এমন মানুষেরা কিন্তু আপনি না চাইলেও আপনার কাছে আসবেন ও ঝামেলা করবেন। তাই তাদের এড়িয়ে যাওয়ার কোন উপায় নেই। বরং আপনি সরাসরি এড়িয়ে গেলে তারা আপনাকে শত্রু মনে করে বসবেন। তাই এড়িয়ে যাবেন এমন কোন বাহানায় যেন তারা কিছুতেই বুঝতে না পারে যে আপনি তাদের এড়িয়ে যাচ্ছেন।
২) তারপর যে কাজটি করবেন সেটা হলো কথা না বাড়ানো। তিনি হয়তো আপনার কাছে এসে আরেকজনের দুর্নাম করছেন। আপনি চুপচাপ শুনে যাবেন ও কথা শেষ হবার আগেই কথাটা ঘুরিয়ে নেবার চেষ্টা করবেন। তাঁর সাথে কখনোই তাল মেলাবেন না। এতে তিনি আরও উৎসাহ পাবেন।
৩) তিনি যখন আপনার কোন ব্যাপারে দোষ ধরবেন আপনার সামনেই, তখন মন ছোট করবেন না। এই ধরণের মানুষের মূল কাজটাই হচ্ছে আরেকজনকে নিরুৎসাহিত করা। আপনি মন ছোট করে নিজের ওপরে বিশ্বাস হারিয়ে ফেলবেন না যেন কোনমতেই। একজন মানুষ দোষ ধরলেই আপনি দোষী হয়ে যান না কিংবা আপনার কাজ খারাপ হয়ে যায় না।
৪) তিনি যদি অন্য কারো কাছে গিয়ে আপনার দুর্নাম করে ও আপনি সেটা জানতে পারেন, তাহলেও পাত্তা দেবেন না মোটেও। আপনি তো জানেনই যে তার স্বভাব এই রকম, তাই পাত্তা দিয়ে নিজেকে অস্থির করার মানে নেই।
৫) নিজের কোন স্বপ্ন বা লক্ষ্য বা উদ্দেশ্য কখনো এইসব মানুষদের সাথে শেয়ার করবেন না। যদি করতে যান, নিজেরই বিপদ। তিনি আপনাকে একদম নিরুৎসাহিত করে ফেলবেন। ছোট মনের মানুষদের সাথে কখনো বড় স্বপ্নের কথা বিনিময় করতে হয় না। - হাফিংটন পোষ্টে প্রকাশিত প্রবন্ধের ছায়া অবলম্বনে-প্রিয়