এক্সক্লুসিভ ডেস্ক : এই একটি লেখা নিয়ে অনেকেই বুঝতে একটু হলে দ্বিধায় পড়ে যান। কেন জাহাজের নামের আগে এমভি লেখা থাকে?
এমভি (MV)-এর মানে হচ্ছে ‘মোটর ভেসেল’ (Motor Vessel)। নৌযানটি মোটর তথা ইঞ্জিনচালিত। ইঞ্জিনচালিত নৌযানের নামের আগে এমভি লেখা হয়।
সাধারণত দূরের পথে যাত্রার জন্য এসব নৌযান ব্যবহার করা হয়। তা ছাড়া এসব নৌযানে ভারী মালামাল বহন করা যায়। যা সাধারণ নৌযানে বহন করা সম্ভব হয় না।