বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৩৮:৪২

বিমান চালায় প্রতিবন্ধী নারী

বিমান চালায় প্রতিবন্ধী নারী

এক্সক্লুসিভ ডেস্ক : স্টিয়ারিং না ধরে কেউ গাড়ি চালিয়েছে এমন কথা শোনা না গেলেও কিন্তু ঘটেছে তাই। জেসিকা কক্স দু’টি হাত ছাড়াই জন্মগ্রহণ করেন। কিন্তু তাতে দমে যাননি তিনি।

জীবনের কোনোকিছু থেকেই তাকে বিরত রাখতে পারেনি। উপরন্তু
স্বাভাবিক মানুষের অভিজ্ঞতাই অর্জন করেছেন। জেসিকার অর্জন তার চেয়েও অনেক বেশি। হাত ছাড়াই চালাতে পারেন গাড়ি, চালাতে পারেন বিমান। এমনকি পিয়ানো বাজাতেও অসুবিধে হয় না তার। এসব করেন দু’টি পা দিয়েই।

২০১২ সালে জেসিকা তার সাবেক তায়েকান্দ শিক্ষক প্যাট্রিককে বিয়ে করেন। তায়েকান্দতে দু’দু’বার ব্ল্যাকবেল্ট অর্জন করেছেন জেসিকা। স্বামী-স্ত্রী মিলে থাকেন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার তুকসনে।

৩০ বছর বয়সী জেসিকা পঙ্গু বা প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বভ্রমণ করছেন। বিভিন্ন দেশে গিয়ে প্রতিবন্ধীদের
উদ্দেশ্যে বক্তব্য রাখবেন তিনি। জানাবেন, ইচ্ছের দৃঢ়তা থাকলে শারীরিক প্রতিবন্ধী হয়েও সীমাবদ্ধতা অতিক্রম করা সম্ভব।

এর উদাহরণের জন্য আর বেশি দূরে যেতে হবে না তিনি নিজেই তার উজ্জ্বল দৃষ্টান্ত। চলতি মাসে এমনই এক লক্ষ্যে ইথিওপিয়া সফর করেন জেসিকা। ইচ্ছে থাকলে এ দুনিয়াতে সবকিছুই সাধন করা যায়।

সেই কথাটি আবারো প্রমাণ করলেন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার তুকসনের জেসিকা। দু’টি হাত না থাকলেও সমাজের আর দশজনের মত সব কাজ করছেন তিনি। সূত্র : ইন্টারনেট

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে