শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ০৯:১৮:০০

কেন এত বেশি রোলেক্স ঘড়ির দাম? জানুন পেছনের কারণ

কেন এত বেশি রোলেক্স ঘড়ির দাম? জানুন পেছনের কারণ

এক্সক্লুসিভ ডেস্ক : উচ্চমূল্যের জন্য বিশ্বব্যাপী পরিচিত এক ঘড়ি রোলেক্স। নিম্ন বা মধ্যবিত্তদের নাগালের বাইরে এই কম্পানির ঘড়ির দাম। যার ফলে রাস্তাঘাটে কেউ এই ঘড়ি পরেছেন, তা খুব একটা দেখা যায় না। উচ্চবিত্তরা স্ট্যাটাস সিম্বল হিসেবে এই ঘড়ি পরেন।

এই দামি ঘড়ি পরা সম্ভব হোক বা না হোক, এর নাম জানে না এমন মানুষ পাওয়া প্রায় অসম্ভব। কিন্তু তারপরও বেশিরভাগ মানুষই ভাবেন, কেন রোলেক্স ঘড়ি এত দামি? যেখানে একটি সাধারণ ঘড়ি সময় বলে দিতে পারে, সেখানে এত দাম দিয়ে এই ঘড়ি কেনা হয় কেন!

এই ঘড়ির দামের পেছনের আসল কারণটি যদি জানতে পারেন, তাহলে আপনি অবাকই হবেন। লাখ লাখ টাকা মূল্যের এই রোলেক্স ঘড়ির পেছনের লুকানো গল্পটি জানুন আজকের প্রতিবেদনে—

সূক্ষ্ম কারুকার্যের জন্য পরিচিত এই দামি ঘড়ি। রোলেক্স ঘড়িগুলো এমন অনন্য কৌশল দিয়ে তৈরি যে তাদের দাম লাখ লাখ টাকা ছুঁয়ে ফেলে।

কম্পানির দাবি, রোলেক্স সাধারণ ঘড়ি তৈরি করে না। এক একটি ঘড়ি তৈরির জন্য অনেক গবেষণা থাকে। উন্নত ল্যাবে ঘড়ি তৈরির জন্য চলে নিরন্তর গবেষণা, তার পরই তৈরি হয় এক একটি মাস্টারপিস। রোলেক্সের গল্প শুরু হয় ১৯০৫ সালে।

লন্ডনে হ্যান্স উইলসডর্ফ ও আলফ্রেড ডেভিস নামের দুজন মিলে উইলসডর্ফ অ্যান্ড ডেভিস নামে একটি ছোট কম্পানি শুরু করেন। তারা তাদের নিজস্ব নামে ঘড়ি তৈরি করতো না। এর পরিবর্তে তারা উচ্চমানের হাত ঘড়ি তৈরি করতো এবং সেগুলো জুয়েলারদের কাছে বিক্রি করতো। তারা পরে তাদের ব্র্যান্ডিং ডায়ালে প্রয়োগ করত এবং গ্রাহকদের কাছে বিক্রি করতো।

সেই সময়ে হাতঘড়ি পকেট ঘড়ি প্রতিস্থাপনের জন্য যথেষ্ট নির্ভুল বলে মনে করা হতো না, যা তাদের ত্রুটি থাকা সত্ত্বেও বাজারে আধিপত্য বিস্তার করে।

পানির সংস্পর্শে বা উচ্চতার সামান্য পরিবর্তনের ফলে পকেট ঘড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু সময় পরিমাপের একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে এগুলোই রয়ে গেছে।

রোলেক্স ঘড়ির উপাদানই তাদের আলাদা করে রেখেছে। কম্পানিটি ৯০৪এল ইস্পাত ব্যবহার করে, যা বেশিরভাগ বিলাসবহুল ঘড়ি প্রস্তুতকারকদের দ্বারা ব্যবহৃত ৩১৬এল ইস্পাতের চেয়ে বেশি ব্যয়বহুল এবং মরচে-প্রতিরোধী ধাতু। তাই এই কম্পানির ঘড়িগুলোর দাম এত বেশি হয়ে থাকে। সূত্র : নিউজ ১৮

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে