রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ০৪:৩৫:২৬

এই ১৫ টি লক্ষণ দেখলেই বুঝবেন ‘বেস্ট ফ্রেন্ড’ আসলে আপনার বন্ধু নয়

এই ১৫ টি লক্ষণ দেখলেই বুঝবেন ‘বেস্ট ফ্রেন্ড’ আসলে আপনার বন্ধু নয়

এক্সক্লুসিভ ডেস্ক : বন্ধুত্ব জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। জীবনের নানা সময়ে তারা নিজেদের বান্ধবীদের ওপর ভরসা করতে চায়।

কিন্তু আমরা সবাই জানি, এই পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের বিশ্বাস করা যায় না। কেউ কেউ বাইরে থেকে আপনার সেরা বন্ধুর মতো আচরণ করলেও, বাস্তবে তারা আপনার জীবনে সবচেয়ে বিপজ্জনক মানুষ হতে পারে।

তাই নিজেকে সবসময় সুরক্ষিত রাখা প্রয়োজন। কারণ এ ধরনের মানুষ চতুর হয় এবং দীর্ঘমেয়াদে আপনাকে আঘাত করতে পারে। তাই নিজের হৃদয়কে কিছুটা সতর্ক রাখা জরুরি।

যদি কখনও দেখেন আপনার বন্ধুর মধ্যে নিচের আচরণগুলো দেখা যাচ্ছে, তাহলে সাবধান হওয়া ভালো।

যে মেয়েকে বিশ্বাস করা যায় না, তাকে কখনোই আপনার জীবনের খুব কাছে আসতে দেবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক- কোন লক্ষণগুলো বলছে আপনার বেস্ট ফ্রেন্ড আসলে সত্যিকারের বন্ধু নয়। 

নিচের এই ১৫ টি লক্ষণ দেখলেই বুঝবেন ‘বেস্ট ফ্রেন্ড’ আসলে আপনার বন্ধু নয়!

১. যখনই তোমরা একসঙ্গে থাক, সে সবকিছু নিজের দিকে টেনে নেয়।

তোমাদের গ্রুপে সে সবসময় নজরের কেন্দ্র হতে চায়। সে খুবই আত্মকেন্দ্রিক এবং সবসময় অন্যের প্রশংসা বা স্বীকৃতি চাই।

২. সে সবসময় তোমার এবং তোমার অন্য বন্ধুদের সঙ্গে সময় কাটানো এড়িয়ে যায়।

তোমাদের সঙ্গে বের হওয়ার জন্য সে প্রতিবারই কোনো না কোনো অজুহাত খুঁজে নেয়। এর মানে সে প্রকৃতপক্ষে তোমাদের সঙ্গ খুব একটা উপভোগ করে না।

৩. সে সবসময় অভিযোগ করে এবং তোমার সঙ্গে তর্কে জড়ায়।

তুমি যা-ই বলো না কেন, সে তাতে তর্ক খুঁজে পায়। আর তর্ক না করলে সে কোনো না কোনো বিষয়ে অভিযোগ করতেই থাকে।

৪. তোমার আশেপাশে থাকলেই সে অযথা ড্রামা তৈরি করে।

তোমার জীবন সহজ করার বদলে সে সবসময় অযথা ঝামেলা, সমস্যা আর ড্রামা নিয়ে আসে, যা তোমার জীবনকে আরও জটিল করে তোলে।

৫. সে নিজের ব্যক্তিগত কোনো বিষয় তোমার সঙ্গে শেয়ার করে না।

তুমি বুঝতেই পার না সে আসলে কেমন মানুষ, কারণ সে নিজের ব্যক্তিগত বা অন্তরঙ্গ কোনো কথা খুব একটা বলে না।

৬. সে সবসময় বন্ধুদের সঙ্গে প্রতিযোগিতা করে।

তোমার বা অন্য কারও সাফল্যে সে খুশি হতে পারে না। সে সবসময় চায় সে-ই সবার উপরে থাকুক।

৭. মনোযোগ পাওয়ার জন্য সে মিথ্যা বলে বা গল্প বানায়।

মানুষের সহানুভূতি বা মনোযোগ পেতে সে মিথ্যা গল্প তৈরি করে। সত্য কথার ওপর তার ভরসা নেই।

৮. প্রয়োজন না হলে সে তোমার সঙ্গে সময় কাটাতে চায় না।

তোমাদের সঙ্গে দেখা করার আগ্রহ তখনই আসে যখন তার কিছু দরকার হয়। কিন্তু যদি তার অসুবিধা হয়, তাহলে সে কখনোই উপস্থিত হবে না।

৯. সে আপনাকে আপনার লক্ষ্য বা স্বপ্ন পূরণে সাহায্য করে না।

তোমার স্বপ্ন বা লক্ষ্য পূরণে সাহায্য করার মতো কোনো চেষ্টা সে করে না।

১০. বন্ধু সামনে না থাকলে সে তাদের নিয়ে খারাপ কথা বলে।

পেছনে কারও সম্পর্কে খারাপ কথা বলতে সে এক মুহূর্তও দেরি করে না। তাই তুমি কখনোই নিশ্চিত হতে পারো না যে তোমার পিছনেও সে একই কাজ করছে না।

১১. সে বন্ধুদের গোপন কথা অন্যদের বলে দেয়।

বিশ্বাস বা গোপনীয়তার মূল্য সে বোঝে না। তোমার ব্যক্তিগত কথা বা গোপন তথ্যও সে অন্যদের কাছে বলে দিতে পারে।

১২. তার বন্ধুরা অন্য কারও সঙ্গে সময় কাটালে সে হিংসা করে।

সে বন্ধুদের নিয়ে খুবই অধিকারবোধ দেখায়। মনে করে বন্ধুরা যেন শুধু তারই।

১৩. আপনার ভেতরের অনুভূতি বা সহজাত অনুভূতি বলে কিছু একটা ঠিক নেই।

মন তোমাকে বারবার সতর্ক করে— এই মেয়েটি বিশ্বাসযোগ্য নয়। তোমার অন্তরের অনুভূতি ভুল বলে না।

১৪. সে বন্ধুদের কখনোই গ্রহণযোগ্য মনে করায় না।

সবসময় তোমার বা অন্য বন্ধুদের দোষ খুঁজে বেড়ায়। মনে করায় তুমি যথেষ্ট ভালো নও বা তোমার অনেক কিছু বদলানো উচিত।

১৫. অন্যদের মাঝেও সে খারাপ বন্ধুর পরিচিতি পেয়েছে।

অনেকেই তাকে খারাপ বন্ধু হিসেবে চেনে। এটাও বড় ইঙ্গিত যে, সে তোমার জীবনেও ভালো বন্ধু হবে না।

বন্ধুত্ব জীবনের একটি মূল্যবান উপহার। কিন্তু সঠিক মানুষকে বন্ধু হিসেবে বেছে নেওয়াও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। সব সম্পর্কই আমাদের জন্য ভালো হবে, এমন নয়। মাঝে মাঝে এমন মানুষ জীবনে আসে যারা বন্ধুত্বের নামে আমাদের ব্যবহার করে, কষ্ট দেয় বা আমাদের শক্তি কমিয়ে দেয়।

তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন, আচরণগুলো লক্ষ করুন এবং প্রয়োজন হলে দূরত্ব বজায় রাখুন। সত্যিকারের বন্ধু কখনোই আপনাকে নিচে নামায় না, বরং আপনাকে বুঝে, সমর্থন করে এবং আপনার জীবনে শান্তি জোগায়। মনে রাখবেন, ভুল বন্ধুর চেয়ে একা থাকা অনেক ভালো।

নিজের পাশে এমন মানুষ রাখুন যারা সত্যিই আপনাকে ভালোবাসে, সম্মান করে এবং আপনাকে নিরাপদ মনে করায়। সূত্র : Relation Rules

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে