বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৪২:৩৩

যে বিচ্ছুর দাম ৫০ হাজার ডলার!

যে বিচ্ছুর দাম ৫০ হাজার ডলার!

এক্সক্লুসিভ ডেস্ক : মহামূল্যবান প্রাণীতে পরিণত হয়েছে বিচ্ছু। এ থেকে তৈরি হচ্ছে দামি ওষুধ। তাই ক্ষুদ্র এ প্রাণীটির বাজারমূল্য শুনলেও আতকে উঠবেন অনেকে। পাকিস্তানের সিন্ধু প্রদেশে তো এখন বিচ্ছু রফতানির ব্যবসা রমরমা। নগদ এবং সহজলভ্য অর্থের লোভে এ ব্যবসায়  ঝাঁপিয়ে পড়ছেন অনেকেই।

একটি বিচ্ছুর দাম উঠেছে ৫০ হাজার ডলার। পাকিস্তানের সিন্ধু প্রদেশে বিচ্ছু বিদেশে রফতানি ব্যবসা বেশ জমে উঠেছে। এক একটি বিচ্ছু ৫০ হাজার ডলারে বিক্রি হচ্ছে। পাকিস্তানের সিন্ধু প্রদেশে সম্প্রতি বিদেশে বিচ্ছু রফতানি ব্যবসা জমে উঠেছে। নগদ এবং সহজলভ্য অর্থের লোভে এই ব্যবসায় ঝাঁপিয়ে পড়ছে অনেকেই।

পাকিস্তানের সিন্ধু প্রদেশের অধিবাসী নাভিদ গৌরি খান সংবাদ মাধ্যমকে বলেছেন, ৬০ গ্রাম ওজনের কালো একটি মাত্র বিচ্ছু রফতানি করে পাওয়া যেতে পারে কমপক্ষে ৫০ হাজার ডলার। এ ছাড়া, ৪০ গ্রামের একটি সাধারণ বিচ্ছু বিক্রি করে কমপক্ষে ১শ’ ডলার আয় করা সম্ভব বলে অনেকে জানিয়েছেন। বিদেশে রফতানির ক্ষেত্রে বিচ্ছুর রঙ বেশ গুরুত্বপূর্ণ এই কথা উল্লেখ করে অপর এক ব্যবসায়ী সংবাদ মাধ্যমকে বলেছেন, এক কিলোগ্রাম বিচ্ছু অস্ট্রেলিয়ায় বিক্রি করে ৫ হাজার ডলার আয় করা যেতে পারে।

পাকিস্তানে বন্যপ্রাণী শিকার এবং ব্যবসার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। সিন্ধুর প্রাদেশিক পরিষদের সদস্য নওয়াব মোহাম্মদ ইউসুফ তালপুর সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বিচ্ছু ধরা বা এই জাতীয় ব্যবসায় কোনো বিধিনিষেধ নেই। আবার বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগও একই কথা জানিয়েছে। তারা বলেছেন, সিন্ধুর বিচ্ছু ব্যবসার ওপর কোনো বিধিনিষেধ নেই। বিচ্ছু শিকারিরা নানা হয়রানি এবং অপহরণের হুমকির মুখে পড়ে থাকেন।

থাট্টা শহরের বিচ্ছু শিকারি জামাল আক্তার জানান, দুইটি ৭০ গ্রাম ওজনের বিচ্ছু নিয়ে করাচিতে আসার পথে পুলিশ তাকে আটক করে। একরাত মাখলি থানায় কাটানোর পর ছাড়া পেলেও তার বিচ্ছু দু’টো তাকে ফেরত দেওয়া হয়নি।

তিনি বলেন, পুলিশের বিরুদ্ধে চুরির মামলা করার ক্ষমতা আছে কার? অবশ্য মাখলি থানা এ জাতীয় ঘটনার কথা অস্বীকার করেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে