মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৭:১০:৫৭

জানেন কোন প্রাণী ভূমিকম্পের ৭ দিন আগে সংকেত পায়? তখন কী করে?

জানেন কোন প্রাণী ভূমিকম্পের ৭ দিন আগে সংকেত পায়? তখন কী করে?

এক্সক্লুসিভ ডেস্ক : পৃথিবীতে ভূমিকম্পের আগাম সংকেত কোন প্রাণী সবচেয়ে আগে বুঝতে পারে তা নিয়ে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে গবেষণা চালিয়ে যাচ্ছেন। সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে কুনো ব্যাঙ হলো সেই প্রাণী, যারা সবচেয়ে আগে ভূমিকম্পের সংকেত পেয়ে যায়।

গবেষকদের মতে, ভূমিকম্পের পাঁচ থেকে সাত দিন আগে কুনো ব্যাঙ তাদের স্বাভাবিক বসবাসের জায়গা ছেড়ে নিরাপদ স্থানে চলে যায়। এই আচরণের আকস্মিক পরিবর্তনই ভূমিকম্পের আগাম ইঙ্গিত হিসেবে বিবেচিত হচ্ছে।

কেবল ব্যাঙ নয়, সাপ, মাছ, হাতি, গাধা এবং বিভিন্ন প্রজাতির পাখিও ভূমিকম্পের আগের পরিবেশগত পরিবর্তনগুলো অনুভব করতে সক্ষম। তবে ব্যাঙদের প্রতিক্রিয়া সবচেয়ে বেশি স্পষ্ট, নিয়মিত এবং দ্রুত দেখা যায়।

বিজ্ঞানীদের মতে, প্রাণীরা ‘পি-ওয়েভ’ নামে পরিচিত অতি সূক্ষ্ম কম্পন অনুভব করতে পারে, যা মানুষের পক্ষে ধরা প্রায় অসম্ভব। এই কম্পন থেকেই তারা বিপদের আগাম সংকেত বুঝতে পারে।

ভূমিকম্পের সময় প্রাণীরা অস্থির হয়ে পড়ার পাশাপাশি গর্তে আশ্রয় নেয় অথবা পানি ও গাছপালার কাছে নিরাপদ অবস্থান নেয়ার চেষ্টা করে, যা তাদের বেঁচে থাকার স্বাভাবিক প্রক্রিয়ার অংশ।

সংক্ষেপে বলা যায়, কুনো ব্যাঙ প্রথমে ভূমিকম্পের সংকেত অনুভব করে, এরপর সাপ, পাখি, মাছ, গাধা এবং হাতিসহ অন্যান্য প্রাণীরা পর্যায়ক্রমে সেই সংকেত গ্রহণ করে বিপদ থেকে নিজেদের রক্ষা করার চেষ্টা করে।

এই গবেষণা আমাদের প্রকৃতির অদ্ভুত সংবেদনশীলতা এবং প্রাণীদের বিশেষ ক্ষমতার প্রতি নতুন আলো ফেলেছে। ভূমিকম্পের আগাম সতর্কতা ব্যবস্থায় প্রাণীদের এই আচরণকে ভবিষ্যতে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা যেতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে