সোমবার, ০৭ মার্চ, ২০১৬, ০৯:০২:০৬

এবার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য প্রস্তুত ভারত

এবার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্ক : খুব শীঘ্রই দু’টি ভিন্ন ধরনের মিসাইল পরীক্ষা করতে চলেছে দেশের প্রতিরক্ষা গবেষণা সংস্থা। একটি ‘কে-৪’ মিসাইল, অন্যটি হল ‘অগ্নি-৫’-এর ক্যানিস্টার ভার্সান। এই পরীক্ষা সফল হলে ভারত বিশ্ব সুপারপাওয়ারদের সমতুল্য হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

আগামী এক-দুদিনের মধ্যেই সর্বাধিক পাল্লার সমুদ্রগর্ভে থাকা সাবমেরিন থেকে উৎক্ষেপণ যোগ্য অতি-দূরপাল্লার পরমাণু অস্ত্রবহণে সক্ষম ‘কে-৪’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করবে ভারত।

প্রতিরক্ষামন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরের এক অজ্ঞাত স্থান থেকে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এই পরীক্ষা করা হবে। ক্ষেপণাস্ত্রটি প্রায় ৩,৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর জন্য বালাসোরের কাছে ওড়িশা উপকূলে হুইলার দ্বীপ থেকে পুরো পরীক্ষা-প্রক্রিয়ার ওপর নজর রাখা হবে।

সূত্রে খবর, সমুদ্রগর্ভে প্রায় ৩০ ফুট গভীরে একটি মোবাইল প্ল্যাটফর্ম (যাকে সাবমেরিনের জায়গায় ব্যবহার করা হচ্ছে) থেকে ছোঁড়া হবে এই মিসাইল। এই মিসাইলটি তৈরি করেছে ডিআরডিও।

উল্লেখ্য, এই প্রোজেক্টের ওপর গবেষণা দীর্ঘদিন ধরেই চলছিল। গোটা বিষয়টি অত্যন্ত গোপনীয়তায় মোড়া ছিল। তবে, ২০১৪ সালে এই মিসাইলের প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ করার পর সকলের গোচরে আসে এই মিসাইলটি।

প্রথম পরীক্ষায় ক্ষেপণাস্ত্রর পাল্লা ছিল ৩ হাজার কিলোমিটার। কিন্তু, পরে তাতে প্রযুক্তিগত বদল এনে মিসাইলটির পাল্লা বাড়িয়ে ৩,৫০০ কিলোমিটার করা হয়। একইসঙ্গে, মিসাইলকে আরও ক্ষীপ্র ও ক্ষুরধার করা হয়েছে। ডিআরডিও-র দাবি, সবদিক বিচার করলে বিশ্বে এই মিসাইলের তুলনা আর একটিও নেই।
৭ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে