সোমবার, ০৭ মার্চ, ২০১৬, ০৯:২৬:১৬

প্রতিরক্ষামন্ত্রী এখন বার্গার মন্ত্রী!

প্রতিরক্ষামন্ত্রী এখন বার্গার মন্ত্রী!

এক্সক্লুসিভ ডেস্ক : তিনি আর শুধু দেশের প্রতিরক্ষামন্ত্রী নন। তিনি এখন একটি বার্গারও‌!‌ কানাডার শিখ প্রতিরক্ষামন্ত্রী হরজিৎ সজ্জনের নামে বার্গার বার করল ভ্যাঙ্কুভারের একটি রেস্তোরাঁ।

গত নভেম্বর মাসে জাস্টিন ট্রুডের নেতৃত্বে কানাডায় সরকার গড়ে লিবারাল পার্টি। ৩০ সদস্যের মন্ত্রিসভায় স্থান হয় সজ্জনের। ভ্যাঙ্কুভার দক্ষিণ কেন্দ্রের জনপ্রতিনিধি সজ্জনের নামে বার্গার বার করে ‘‌দ্য ক্যানাইভাল ক্যাফে’‌।

রবিবার তিনি সেই বার্গার খেয়ে অবশ্য বলেছেন, বার্গারের থেকে এটাকে পকোড়া বলেই বেশি মনে হচ্ছে!‌ ‌‌
৭ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে