বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৫৪:২২

গাধার পিঠে ওঠার খেসারত

গাধার পিঠে ওঠার খেসারত

এক্সক্লুসিভ ডেস্ক : তার ওজন স্বাভাবিক মানুষের তুলনায় অনেক বেশি। কম করে হলেও তো দেড়শো কেজি। বড়দিন উপলক্ষে তার ছবি তোলার সাধ হয়। আর তার এ সাধের জন্য প্রাণ দিতে হলো নিরীহ এক গর্ধবের।

এ ঘটনা স্পেনের লুসিয়ানা শহরের। অ্যাডেবো  এবং সারকুলো অ্যানিম্যালিস্তা নামে দুটি পশু সুরক্ষা সংস্থা গণমাধ্যমকে জানায়, ১০ ডিসেম্বর লোকটি বড়দিনের আনন্দ উপভোগ করতে প্ল্যাটেরো নামে মাত্র ৫ মাসের একটি গাধার পিঠে উঠে হাসি হাসি মুখ করে ছবি তোলেন।

একটি স্যোশাল ওয়েবসাইটে দেখা গেছে, ওই দুবলা গাধাটির ওপর নীল জামা ও সবুজ প্যান্ট পরা লোকটি গর্বিতভাবে হাতে লাগাম ধরে বসে আছে। কিন্তু তার যে ওজন তা সইতে পারেনি গাধাটি। তিনদিন পর গাধাটি মারা যায়।

লুসিয়ানার পুলিশ ৩৮ বছরের ওই ব্যক্তির বিরুদ্ধে পশুর ওপর অমানবিক অত্যাচারে অভিযোগ দায়ের করেছে। স্পেনের জাতীয় পুলিশ টুইটারে জানিয়েছে, পশুদের যতœ নিন। মানবিক ও বুদ্ধিদীপ্ত আচরণ করুন। নিজেই গর্দভ হয়ে যাবেন না। নিয়ম মানুন

উল্লেখ্য, বড়দিনের ছুটির আমেজ পেতে স্পেনে ভেড়া বা গাধার ওপর উঠে ছবি তোলা নতুন নয়। প্রত্যেক বছরই এরকমটা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে