এক্সক্লুসিভ ডেস্ক : কল্পনায় বা কোন সিনেমাই নয় এবার বাস্তাবেই পানির ওপর দিয়ে হাঁটলেন এক পর্বতারোহী। স্লোভাকিয়ার দুই নাগরিকের পানির ওপর দিয়ে হাঁটার একটি ভিডিও সম্প্রতি প্রকাশিত হয়েছে।
স্লোভাকিয়ার দুই নাগরিকের পানির ওপর দিয়ে হাঁটার এই ভিডিও সম্প্রতি প্রকাশ হওয়ার পর ব্যাপক আলোচনার বিষয় হয়ে দাড়ায়। ভিডিওটি ধারণ করেন টমাস নানউক নামে এক ব্যক্তি। ভিডিওটি দেখে মনে হয়েছে, যেনো তারা বায়ুর মধ্য দিয়ে হাঁটছেন।
ভিডিওটি প্রকাশের পর থেকেই সেটি নিয়ে অনলাইনে সৃষ্টি হয়েছে ব্যাপক বিতর্কের। ভিডিওটি দেখে অনেকেই বলছেন, দর্শকদের ধোকা দেওয়ার জন্য এটি নির্মাণ করা হয়েছে।
কিন্তু এতো বিতর্কের পর ইগর লুডমা নামে স্লোভাকিয়ার এক পর্যটক বলেছেন যে, ‘তাপমাত্রা যখন খুব দ্রুত পড়ে যায়, সেই মুহূর্তে এরকম করা সম্ভব। নিউইয়র্ক ডেইলি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে, ‘সম্ভবত এরকম অবস্থার মধ্যেই ভিডিওটি ধারণ করা হয়েছে।’
উল্লেখ্য, ইউটিউবে আপলোডের পর দুই মিলিয়নেরও বেশিবার ভিডিওটি দেখা হয়ে গেছে ইতিমধ্যেই। ভেলকি হিনকেভো নামের ওই স্থানটি সমুদ্র সমতল হতে ৬ হাজার ৩শ’ ফিট উপরে অবস্থিত বলে জানা যায়।